spot_img

― Advertisement ―

spot_img

ইবির জুলাই বিরোধীদের শাস্তি চায় বিএনপিপন্থী শিক্ষকবৃন্দ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই অভ্যুত্থানবিরোধী ভূমিকায় থাকা ৩০ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও ৩৩জন ছাত্রলীগ নেতাকে বহিস্কারের সিদ্ধান্ত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি ও মেধাভিত্তিক সিট বণ্টনসহ ১৫ দফা দাবি ইবি হল...

ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি ও মেধাভিত্তিক সিট বণ্টনসহ ১৫ দফা দাবি ইবি হল শিবিরের

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সিট বণ্টনসহ ১৫ দফা দাবি জানিয়েছে হল শাখা ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমানের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন হল শিবির সভাপতি তানজিল হোসাইনসহ অন্য নেতারা।

স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে—মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে সিট বণ্টন, ডাইনিংয়ের খাদ্যমান উন্নয়ন ও ভর্তুকি বৃদ্ধি, ন্যায্য মূল্যে খাদ্য সরবরাহ ও পরিচ্ছন্নতা রক্ষা, প্রতিটি ব্লকে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন, সাপ-মশা নিয়ন্ত্রণে নিয়মিত ফগিং ব্যবস্থা, ওয়াশরুমের নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ, রিডিং রুমে পর্যাপ্ত আসন ও এসি স্থাপন, শিক্ষার্থীদের জন্য ফ্রিজ ও ওয়াশিং মেশিন সরবরাহ, খেলাধুলার উপকরণ বৃদ্ধি, মসজিদে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন, ছাদ ও পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কার, অভিযোগ সমাধানের দ্রুত ব্যবস্থা এবং গণরুম পদ্ধতি বাতিল করে পড়াশোনার উপযোগী পরিবেশ সৃষ্টি।

আরও পড়ুনঃ সাজিদ হত্যার তদন্তে সিআইডিকে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছে ইবি প্রশাসন

হল শিবির সভাপতি তানজিল হোসাইন বলেন, “আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে হল সংস্কারের লক্ষ্য নিয়ে প্রভোস্ট স্যারের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছি। স্যার ইতোমধ্যে অনেক সংস্কার কাজ সম্পন্ন করেছেন। তবে শিক্ষার্থীদের কল্যাণে আরও কিছু জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছি। তাই ১৫ দফা যৌক্তিক প্রস্তাবনা দিয়েছি। আমরা আশা করছি, প্রশাসন দ্রুত এসব দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেবে।”

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে যা কিছু প্রয়োজন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে প্রস্তুত। শাহ আজিজুর রহমান হলকে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হলগুলোর জন্য মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করছি।”