

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজের ইতিহাস বিভাগে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসা দুই গুণী শিক্ষক—প্রফেসর ড. মো: রেজাউল করিম এবং সহকারী অধ্যাপক মো: আবুল বাসার—কে বিদায় সংবর্ধনা প্রদান করেছে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা। আবেগমাখা এ অনুষ্ঠানে তাদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় ইতিহাস বিভাগের ২০২ নম্বর কক্ষে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মো: আল আমিন হক। অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক শামীম আরা, সহযোগী অধ্যাপক মো: আনিসুজ্জামান মানিকসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও অংশ নেন স্মৃতিময় বিদায় আয়োজনে।
সভাপতির বক্তব্যে ড. মো. হাবিবুর রহমান বলেন, “বিভাগীয় প্রধান হিসেবে আমার দুইজন প্রিয় সহকর্মীকে বিদায় জানানো অত্যন্ত কষ্টের। তাদের বিদায় আমাদের জন্য এক অপূরণীয় শূন্যতা তৈরি করবে। তবে সরকারি চাকরিজীবনের স্বাভাবিক নিয়ম মেনেই আমাদের তাদের বিদায়কে গ্রহণ করতে হচ্ছে। আমরা তাদের ভবিষ্যৎ যাত্রার সফলতা কামনা করি।”
অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় বিদায়ী দুই শিক্ষকের বক্তব্যে।
প্রফেসর ড. মো: রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের প্রতিদিনের অভ্যাস বদলাতে হবে। নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তোমাদের মেধা যেমনই হোক, সঠিকভাবে ব্যবহার করতে পারলে তোমরাও অসাধারণ কিছু করতে পারবে। রাজশাহী কলেজ, বিশেষ করে ইতিহাস বিভাগ, আমার প্রাণের জায়গা। যেখানেই থাকি, তোমাদের উজ্জ্বল সাফল্য কামনা করব।”
আরও পড়ুনঃ ইবির জুলাই বিরোধীদের শাস্তি চায় বিএনপিপন্থী শিক্ষকবৃন্দ
সহকারী অধ্যাপক মো: আবুল বাসার আবেগমিশ্রিত কণ্ঠে বলেন, “রাজশাহী কলেজ আমার জীবনে একটি অর্জন ও আবেগময় স্মৃতির নাম। ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি সবসময় চেষ্টা করেছি আমার জ্ঞানের সর্বোচ্চটুকু শিক্ষার্থীদের দিতে। এই বিভাগের জন্য আমার হৃদয়ে আজীবন ভালোবাসা থাকবে।”
অনুষ্ঠান শেষে বিদায়ী দুই শিক্ষককে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শিক্ষার্থীরাও তাদের প্রিয় শিক্ষকদের উপহার ও স্মৃতিচারণার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আবেগ, ভালোবাসা এবং অশ্রুসিক্ত বিদায়ের পরিবেশ।
উল্লেখ্য, প্রফেসর ড. মো: রেজাউল করিম নওগাঁ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন এবং সহকারী অধ্যাপক মো: আবুল বাসার শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজে যোগ দিয়েছেন।