জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) “রঙ্গভূমির ” ২০২৪-২৫ এর কার্যনির্বাহী পর্ষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নাট্যকলা বিভাগের (১৪ ব্যাচ) ইব্রাহীম খলীল এবং সাধরণ সম্পাদক হিসাবে একই বিভাগের (১৪ ব্যাচ) মোসাদ্দেক আল কাদরি দায়িত্ব পেয়েছেন।
আজ রোববার (২১ এপ্রিল) সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কমিটির অন্য অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন (সহ সভাপতি) সুব্রত পাল , (যুগ্ম সাধারণ সম্পাদক) অর্ঘ্য শ্রেষ্ঠ দাস , (সাংগঠনিক সম্পাদক) তাকরিম আহমেদ , (সাংগঠনিক সম্পাদক) পলক সাহা , (দপ্তর সম্পাদক) ওয়াহিরা আহমেদ নওমী, (অর্থ সম্পাদক) হালিমা তুস সাদিয়া নিশা, (প্রচার সম্পাদক) মুগ্ধ আনন, (উপ প্রচার সম্পাদক) আর এস সৈকত , (পরিকল্পনা সম্পাদক) রাজিন মোঃ বাবু, (উপ পরিকল্পনা সম্পাদক) মো: শিহাব উদ্দিন ,(অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক) মনন মুস্তাকিন , (উপ অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক) পৌলমি মুমু খীসা, (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) পার্থ সাহা , (উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) ওয়াহিদ সামী , (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক) মুস্তাফিজ তোফা, (উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক) মুমতাহানা ফিজা , (শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক) মুক্তাদিরুল ইসলাম সিফাত এবং সহ সম্পাদক (মোহাম্মদ আনোয়ার, নাফিজা নুর নোভা, অথৈ দাস, অভিজিৎ রায়) কার্যনির্বাহী সদস্য (সৌমেন মন্ডল, ফারজানা মীম, শ্রাবন্তি রায়, শাহরিয়ার সাকিব)।
আরও পড়ুনঃ জবির পাঠদান অনলাইনে : বন্ধ থাকবে স্বশরীরে ক্লাস, পরীক্ষা
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন। 'সৃষ্টির সুরে নাট্য' এই স্লোগানকে ধারণ করে ২০১৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার শুরু থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি নাট্যচর্চা করে আসছে। এ যাবৎ দুইটি বার্ষিক নাট্যোৎসব ও একটি বৈশাখী নাট্যোৎসবের আয়োজন করেছেন। তাছাড়াও বিভিন্ন দেশি-বিদেশি পূর্ণাঙ্গ নাটক যেমন- কবর, চিড়িয়াখানার গল্প, আয়না বিবির পালা, কীর্তনখোলার কিচ্ছা, চে'র সাইকেল অন্যতম। এছাড়াও বিভিন্ন পথনাটক, স্থাপনা শিল্প প্রদর্শনী করেছেন।