সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীদের বহু বছরের প্রতিক্ষিত স্বপ্ন হলো গাউন পরে ক্যাপ আকাশে উড়িয়ে গ্রাজুয়েশনের আনন্দ উদযাপন করা। দীর্ঘ ১০ বছরের প্রতিক্ষার প্রহর পেরিয়ে এবার গবিতে আয়োজিত হতে যাচ্ছে ৪র্থ সমাবর্তন।
গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে বিষটি জানা যায়। এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে একটি বিজ্ঞপ্তি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। সেটি পোস্ট করে আনন্দ প্রকাশ করতে দেখা যায় এবং অনেকে সেটির সত্যতা জানার জন্য উদগ্রীব হয়ে পড়লে
বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়া প্রসঙ্গে আলোকিত দর্পণকে তিনি জানান, ‘গত ১৭ এপ্রিল ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক সচিবালয়ে চিঠি দিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতি সময় দিলেই আমাদের সমাবর্তনের তারিখ ঘোষণা হবে। পরিবর্তিতে পত্রিকায় প্রকাশের জন্য আমরা একটি বিজ্ঞপ্তি তৈরি করি যা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। উক্ত বিজ্ঞপ্তি টি সঠিক অর্থাৎ সমাবর্তন হওয়ার বিষটি সত্য। এবারে সমাবর্তনে প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এর জন্য প্রশাসন থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।’
আরও পড়ুনঃ ডা. জাফরুল্লাহ নিজেই একটি প্রতিষ্ঠানঃ বিচারপতি আব্দুর রউফ
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গণ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে এমন দাবি করা হয়। এই সমাবর্তনে এপ্রিল ২০১৪ থেকে অক্টোবর ২০২৩ সেমিস্টার পর্যন্ত স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীর পাশাপাশি জানুয়ারি ২০১৪ থেকে জানুয়ারি ২০২৪ সেশনে পেশাগত এমবিবিএস ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবে। একই সাথে আগস্ট ২০১৭ থেকে নভেম্বর ২০২২ সেশনে পেশাগত বিডিএস ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীগণও অংশগ্রহণ করবেন।
উক্ত সমাবর্তনে ডিগ্রি অর্জনকারী এসব শিক্ষার্থীদেরকে মূল সনদপত্র প্রদান করা হবে। আগামী ১৫ মে ২০২৪ এর মধ্যে সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এসএসসি ও বিশ্ববিদ্যালয় থেকে প্রদান কৃত প্রভিশনাল সাটিফিটেটের কপি সহ গুগল ফর্ম টি পুরণ করতে হবে। সময়ের মধ্যে যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর/এমবিবিএস/বিডিএস ডিগ্রি অর্জন করেছেন তাদেরকে দ্রুত নির্ধারিত প্রক্রিয়ায় তথ্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
রেজিস্ট্রেশন লিংক ঃ