spot_img

― Advertisement ―

spot_img

কালীগঞ্জে বিশেষ অভিযানে পৌর প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসসনদ জালিয়াতি, বাউবি শিক্ষার্থীর ‘ইন্টিমেশন’ জমা নিচ্ছে না বার কাউন্সিল

সনদ জালিয়াতি, বাউবি শিক্ষার্থীর ‘ইন্টিমেশন’ জমা নিচ্ছে না বার কাউন্সিল

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এলএলবি সম্পন্ন করা কোন শিক্ষার্থীর ‘ইন্টিমেশন’ জমা নিচ্ছে না বাংলাদেশ বার কাউন্সিল। এ ঘটনায় এলএলবির শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছে। সনদ বিক্রি ও জালিয়াতির ঘটনা গণমাধ্যমে উঠে আসার পর থেকে ইন্টিমেশন জমা নেওয়া হচ্ছে না বলে জানা যায়।

এ বিষয়ে বাউবির এলএলবি প্রথম ব্যাচের শিক্ষার্থী এস এম সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, আমি ইন্টিমেশন জমা দিতে বার কাউন্সিলে গিয়েছিলাম। কিন্তু তারা ইন্টিমেশন জমা নিচ্ছে না। তারা বলেছে; যেহেতু আপনাদের বিশ্ববিদ্যালয়ে আমরা সনদ জালিয়াতি ও বিক্রির ঘটনা গণমাধ্যমে দেখেছি তাই এর সুষ্ঠু তদন্ত না আসা পর্যন্ত আমরা আপনাদের সকল শিক্ষার্থীর ইন্টিমেশন কার্যক্রম স্থগিত রেখেছি।

আরও পড়ুন: জাবিতে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ, ‘ঢাল’ বানানো হচ্ছে শিক্ষার্থীদের

এ বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান বাদল সংবাদ মাধ্যমকে বলেন, যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এলএলবি সনদ বিক্রি ও জালিয়াতির তথ্য গণমাধ্যমে উঠে এসেছে তাই আমরা আপাতত বাউবি শিক্ষার্থীদের ইন্টিমেশন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আইন অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল যে কোন বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে পড়ানোর কার্যক্রম ও ফলাফল তদারকি করার সর্বোচ্চ ক্ষমতা রাখে। আমরা বাউবির এই বিষয় নিয়ে অনুসন্ধান করবো।

জানতে চাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নাসিমা বানু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটা আমার এখতিয়ারের মধ্যে নয়। এই বিষয়টা উপাচার্য ও উপ-উপাচার্য (শিক্ষা) দেখভাল করছেন।

শিক্ষার্থীদের ইন্টিমেশন বার কাউন্সিলে জমা না নেওয়ার বিষয়ে জানতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহবুবা নাসরিনকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।