
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর জেলার ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মোঃ সাগর গাজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের আল শাহরিয়ার।
সোমবার (২০মে ) রাতে পরিশোধের সদ্য সাবেক সভাপতি মোঃ রুবেল খান এবং সাধারণ সম্পাদক সাইদুর জামান বাপ্পি বিজ্ঞপ্তির মাধ্যমে পরিষদের নতুন কমিটি ঘোষণা করেন। উপদেষ্টাদের সম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদিত দেওয়া হয়।
আরও পড়ুনঃ সাভারের বিভিন্ন এলাকা থেকে ১১০ লিটার চোলাই মদসহ ০৩ জন গ্ৰেফতার
১৯ সদস্যের কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে রাহুল চন্দ্র দাস, মোঃ বিল্লাল হোসেন। যুগ্ন সাধারণ সম্পাদক হলেন আবিদা, ফজলে ইলাহি সাব্বির। সাংগঠনিক সম্পাদক আহসান উল জাব্বার। কোষাধ্যক্ষ শিহাব আহমেদ, সহ-কোষাধ্যক্ষ নজরুল ইসলাম। প্রচার, প্রকাশনা ও গণসংযোগ সম্পাদক সজিব গাজী। দপ্তর সম্পাদক জাকির হোসেন সামির, উপ-দপ্তর সম্পাদক আলাউদ্দিন চৌধুরী। শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মিনহাজ।
খেলাধুলা বিষয়ক সম্পাদক আরিফুল হক। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার কামাল। ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মোঃ রহিম। আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান অয়ন। সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ জুনায়েদ হোসেন।