মোঃ আসাদুর রহমান , গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিশ্ব ভেটেরিনারি ও দুগ্ধ দিবস-২০২৪ পালিত হয়েছে। ২ জুন (রবিবার) এ আয়োজন সম্পন্ন হয়।
একাডেমিক ভবন থেকে মূল ফটক পর্যন্ত র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরবর্তীতে ৪১৭ নং কক্ষে প্রফেসর ড. মোঃ জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বক্তব্যে ক্লিনিকাল বিভাগের সিনিয়র প্রভাষক ডাঃ মোঃ শামছুর রহমান বলেন, ' অতীতের চেয়ে বর্তমানে উৎপাদন বেড়েছে কিন্তু এখন আমাদের মানের দিকে নজর দিতে হবে। শুরুতেই যেকোনো রোগে এন্টিবায়োটিক ব্যবহার বন্ধ করতে হবে। এন্টিবায়োটিক কম ব্যবহারের দিকে ঝুঁকতে হবে।'
অতিথির বক্তব্যে মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ আনোয়ার হোসাইন বলেন, 'ভ্যাক্সিন সাধারণত ফ্রিজিং অবস্থায় রাখতে হয়। বর্তমান সরকার ভেটেরিনারি ব্যবস্থার দিকে নজর দেওয়ার ফলে প্রতিটি উপজেলায় ফ্রিজিং ব্যবস্হা করা হয়েছে। যা অতীতে কল্পনাও করা যেতো না। বর্তমানে ভেটেরিনারি সেক্টরের উন্নয়নের ফলে সবাই এই পেশার প্রতি আকৃষ্ট হচ্ছে।'
ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন ড. মোঃ জহিরুল ইসলাম খান বলেন,' ভেটেরিনারিয়ানদের কর্মপরিধি অনেক। পূর্বের কর্মপরিধি থেকে বর্তমানে আমাদের কর্মপরিধি বেড়ে গিয়েছে। র্শিক্ষার্থীদের জন্য স্মার্ট প্র্যাকটিক্যাল টেবিল ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে প্রতিটি কক্ষ স্মার্ট কক্ষে পরিণত হবে।'
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল হোসেন বলেন, ' বিভিন্ন ধরণের সিন্ডিকেটের কারণে ডিম- মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে। তবুও, ভেটেরিনারিয়ানদের অবদানের কারণেই এখনও আমিষের অভাব পূরণ করতে পাচ্ছে বাংলাদেশের জনগণ। এই বিশ্ববিদ্যালয়ের তিনটি অঙ্গ- শিক্ষার্থী, শিক্ষক, অফিস। এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে তিনি সবার সাহায্য সহযোগিতা কামনা করেন।'
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্বাস উদ্দিন, এরিয়া ম্যানেজার ব্র্যাক এন্ড ডেইরি এন্ড ফুড প্রজেক্ট, মোঃ মিলন হোসাইন, জোনাল ম্যানেজার, ওরিয়েন্টাল ফার্মা এগ্ৰোভেট ও অনুষদের সকল শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।