spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী কলেজ ছাত্রাবাসে ল্যাপটপ চুরি-সিসিটিভি ফুটেজও গায়েব, নীরব প্রশাসন

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে একটি ল্যাপটপ চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের মাঝে চাঞ্চল্যের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসরাজশাহী কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রাজশাহী কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মোঃ আব্দুল আলিম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ করবো ভূমি পুনরুদ্ধার, রাখবো মরুমতায়, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

বুধবার (০৫ জুন ) ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, প্রতিযোগীতা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

কর্মসূচি শুরুতে সকাল সাড়ে ৯ টায় ভূগোল ও পরিবেশ বিভাগের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ সুনামগঞ্জ সদরে মোটরসাইকেলে চড়ে খায়রুল হুদা চপল জয়ী

পরে সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহা. কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহা. ইব্রাহিম আলী, উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. রেজাউর রহমান।

এ সময় রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, আমি চাইলেই রাজশাহী কলেজের সকল গাছ কেটে ফাঁকা করে ফেলতে পারি, কিন্তু এটা হবে আমার ক্ষমতার অপব্যবহার। সকলের উচিত ক্ষমতার সঠিক ব্যবহার করে পরিবেশকে সুন্দর ও সুশৃঙ্খল রাখা। তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন সকলে যেন পরিবেশকে সুন্দর ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য বেশি বেশি গাছ লাগায়।

শেষে অনুষ্ঠানটিকে কেন্দ্র করে আয়োজন করা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।