spot_img

― Advertisement ―

spot_img

চসিকের অনুমতি ছাড়া রাস্তা কাটা যাবে না: মেয়র ডা. শাহাদাত হোসেন

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অনুমতি ছাড়া কোনোভাবেই রাস্তা কাটতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসচট্টগ্রামে ২৯কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী আটক

চট্টগ্রামে ২৯কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী আটক

মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম প্রতিনিধিঃ ২৯ কেজি গাঁজাসহ চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, ৫ই জুন বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) নিয়ে চট্টগ্রাম হতে কক্সবাজারের দিকে যাচ্ছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সকাল ০৮:৫০ র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন শাহ আমানত ব্রীজ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর একটি অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে।

এসময় র‍্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক একটি আন্ত:নগর বাসকে থামানোর সংকেত দিলে বাস থেকে নেমে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‍্যাব সদস্যরা আসামিদের আটক করেন।

আরও পড়ুনঃ র‍্যাবের দশম ডিজির দায়িত্বে হারুন অর রশিদ

আটককৃত আসামিরা হলেন পটিয়ার মোসলেম উদ্দিন এর ছেলে ইমতিয়াজ উদ্দিন ইমন (২৬), বাকলিয়ার মোঃ হোসেন এর স্ত্রী বিউটি বেগম (৩৫) ও টেকনাফের মোঃ সালাম এর স্ত্রী হামিদা (৩৫)।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগে বিশেষ কৌশলে রক্ষিত ০২টি প্লাস্টিকের বস্তা হতে মোট ২৯ কেজি গাঁজা উদ্ধার সহ আসামিদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়। তারা দীর্ঘদিন যাবত বিশেষ কৌশলে সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও কক্সবাজারের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট অধিক মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।