মোঃ আব্দুল আলিম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ দিতে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৪।
বুধবার (১২ জুন) এটুআই, রাজশাহী কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কলেজের ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থী, স্নাতক ও ডিগ্রির শেষ বর্ষের শিক্ষার্থী এবং স্নাতকোত্তর পর্যায়ের সব শিক্ষার্থীর কর্মসংস্থানের জন্য দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন চাকরির সুযোগ দেওয়ার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ব্যপার নানা পরামর্শ দেওয়া হয়। এছাড়া ফ্রিল্যান্সার হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রশিক্ষণে ভর্তি হওয়ার সুযোগ ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ গাইডলাইন দেওয়া হয়।
মেলায় উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। সম্মানিত অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন।