ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী পিংকুর মদপানের ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনাসহ উদ্ভূত নানা পরিস্থিতির প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো এবং সাত দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
কমিটিতে থাকা দুজন সদস্য হলো—তাহসান আহমেদ রাসেল, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ। অপরজন আব্দুল্লাহ হীল বারী, যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।
এর আগে গত বুধবার জবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী পিংকু মদপানের ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা মহলে এই নিয়ে সমালোচনা সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে মাটির গভীর হতে মাদক উদ্ধার, আটক ১
ভাইরাল ওই ছবিতে দেখা যায়, জবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী পিংকু এক হাতে সিগারেট আর অন্যহাতে মোবাইল নিয়ে খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় একটি ছোফায় বসে আছেন। তার সামনে থাকা ছোট টেবিলে মদে পরিপূর্ণ একটি বোতল এবং একটি গ্লাসে মদ ঢেলে রাখা হয়েছে। আর বামপাশে অন্য একজনের হাত দেখা যাচ্ছে। যদিও পিংকু ছবিটি এডিটড বলে দাবি করেন।
তবে ছবিটি ভাইরাল হলে ছাত্রলীগের কর্মীরা অবিলম্বে কেন্দ্রীয় ছাত্রলীগকে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর একদিন পরেই তদন্ত কমিটির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।