শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ ২০১৮ সালের পরিপত্র পূর্নবহালের দাবীতে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রায় এক সাপ্তাহ যাবৎ সারা দেশে কোটা আন্দোলনের অংশ হিসাবে রবিবার বেলা ১১টা থেকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগন মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ প্রদক্ষীন করে বিশ্ববিদ্যলয়ের প্রধান ফটকের ঢাকা আরিচা রোড়ে এসে অবস্থান নেয়।
এ সময় শিক্ষার্থীগণ কোঠা না কোঠা, -মেধা মেধা। একশন একশন, ডাইরেক্ট একশন। রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। সারা বাংলায় খবর দে, কোঠা কোঠার কবর দে। জেগেছে রে জেগেছে, রক্তে আগুন লেগেছে। ৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেক বার” সহ আবেগঘন স্লোগান প্রদান করেন।
প্রায় দুই ঘন্টা ব্যাপী এ অবস্থান কর্মসূচী চলাকালে ঢাকা-আরিচা রোডের গাড়ি বন্ধ রাখায় রাস্তার দুই পার্শে দীর্ঘ যানজন দেখা যায়। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। ঢাকায় ডাক্তার দেখানোর প্রয়োজনে রওনা হয়েও জাবি প্রান্তিক গেইটে এসে আটকে পড়েন মিজান রহমান নামের এক রোগী।
আরও পড়ুনঃ মোবাইলে জুয়া খেলার অবাধ বিজ্ঞাপন
এমন হাজারো যাত্রীগণ বিপাকে পড়ে পায়ে হেটে জাবি এরিয়া পাড়ি দেয়ার চিত্র চোখে পড়ে। কিন্তু শিক্ষার্থীদেরকে এসময় এম্বোলেন্স ছেড়ে দিতে দেখা যায়।
এসময় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীগণ কেন্দ্রের অনুষ্ঠান সূচীর সাথে মিল রেখে দাবী না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অপরদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পেনশন পূনবহালের দাবীতে আন্দোলনে আছেন এবং তারাও দাবী না মানলে প্রয়োজনে ছাত্রদের মত রাস্তায় নামার প্রত্যয় ব্যক্ত করেন। সুতরাং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বর্তমানে কার্যত অচল।