spot_img

― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্তদের সাহযোগিতায় ৪ সিদ্ধান্ত

মো: মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যা সৃষ্টি হয়েছে। প্লাবিত চরাঞ্চলে বন্যার্ত মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসকোটা আন্দোলন: কুবিতে সাংবাদিক সহ ২০ শিক্ষার্থী আহত

কোটা আন্দোলন: কুবিতে সাংবাদিক সহ ২০ শিক্ষার্থী আহত

মো: মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। যা সংঘর্ষের রুপ নেই। এ সময় সাংবাদিকসহ প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করার জন্য ক্যাম্পাস থেকে বের হলে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

জানা গিয়েছে, আজ বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করার জন্য ক্যাম্পাস থেকে বের হন। বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন পৌঁছালে পুলিশ ও ডিবির প্রায় শতাধিক সদস্য শিক্ষার্থীদের বাঁধা দেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের প্রথমে ধস্তাধস্তি হয়।

আরও পড়ুনঃ কোটা বিরোধী আন্দোলনকারীদের নতুন কর্মসূচি

এরপর আবাসিক হল ও মেসের প্রায় সাত-আটশ শিক্ষার্থী এসে যুক্ত হয়ে পুলিশের বাঁধা অতিক্রম করে মহাসড়ক অবরোধ করতে চান। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর প্রথমে লাঠিচার্জ করে। এরপর শর্টগান দিয়ে কয়েক রাউন্ড গুলির পাশাপাশি টিয়ার শেল নিক্ষেপ করে, যা কিছুক্ষণ পর তুমুল সংঘর্ষে রুপ নেয়। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরবর্তীতে পুলিশের আঘাতে আমাদের সময়ের সংবাদদাতা অনন মজুমদার, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মানছুর আলম অন্তরসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে তাঁদের কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়।