আসাদুর রহমান বিজয়, গবি প্রতিনিধিঃ দুই যুগের বেশি সময় ধরে নানান চড়াই উৎরাই পেরিয়ে প্রয়াত ডঃ জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন ধারণ করে সাফল্যের সাথে ২৭ তম বর্ষে পদার্পণ ও ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)।
রবিবার (১৪ জুলাই) সকালে ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটির উজ্জাপিত হয়। এসময় মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একডেমিক ভবনের সামনে এসে শেষ হয় শোভাযাত্রাটি।
শোভাযাত্রা শেষে ২৭ বছরে পদার্পন উপলক্ষে অনুভতি প্রকাশ করে আইন বিভাগের শিক্ষার্থী রাজিউল ইসলাম শান্ত বলেন,”গত ২৬ বছরে গণ বিশ্ববিদ্যালয় অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এই অবস্থানে,আমি চাই গণ বিশ্ব বিদ্যালয়ের অব কাঠামোগত উন্নয়ন হোক এবং গবেষণা খাতে আরো উন্নতি কামনা করি।”
রেজিস্টার এস তাসাদ্দেক আহমেদ বলেন, “গণ বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা। আমরা ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষক নিয়োগ দেই।আমাদের সুযোগ্য ভিসি মহোদয় আসার পর বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে আমরা অনেক এগিয়ে এসেছি।বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকল শিক্ষার্থীদের সহায়তা কামনা করছি।”
আরও পড়ুনঃ জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্যঃ অর্থ প্রতিমন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আবুল হোসেন, “২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আমরা র্যালি আয়োজন করেছি।ডা.জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন ছিলো এটি হবে দরিদ্র মেধাবীদের প্রতিষ্ঠান।তাঁর স্বপ্নের পথ ধরে আমরা বিশ্ববিদ্যালকে সামনের দিকে এগিয়ে নিতে চেষ্টা করছি।ইউজিসির একটা লাল তারকা ছিলো পূর্বে বর্তমানে সবার সম্মিত প্রচেষ্টায় আমরা সে লাল দাগ মুছতে সক্ষম হয়েছি।শিক্ষার্থীদের বলছি তোমরা ভুল ত্রুটি গুলো বর্জন করে বিশ্ববিদ্যালয় কে সামনে এগিয়ে যেতে সচেষ্ট হও।”
এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদে ডিন, বিভাগের বিভাগীর প্রধান,শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় ১৪ জুলাই ১৯৯৮ সালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে ৩২ একর জায়গার উপর প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৫টি অনুষদ ও ১৭ টি বিভাগে প্রায় ৫০০০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত আছে।