গবি প্রতিনিধি:
সমতলের সাথে ভাষাগত বৈপরীত্য দূর করতে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আদিবাসি শিক্ষার্থীদের সংগঠন ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর আয়োজনর মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) আম বাগান চত্বরে আদিবাসী শিক্ষার্থীদের উদ্যোগে এই মিলনমেলা সম্পন্ন হয়।
এসময় আগত অতিথিরা তাদের বক্তব্যে আদিবাসী সম্প্রদায়ের মেধা ও যোগ্যতা নিয়ে প্রশংসা করেন। নিজেদেরকে ভেতর গুটিয়ে না রেখে যোগাযোগ দক্ষতা আরও বৃদ্ধি করার পরামর্শ দেন।
তারা আরও বলেন, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় কি ভূমিকা পালন করছে, এ বিষয়ে দ্রুতই গবেষণার কাজ শুরু করা হবে।
অনুষ্ঠানে আগত ইংরেজি বিভাগের ২০ তম ব্যাচের শিক্ষার্থী হ্লামংউ মারমা বলেন, 'আমরা শিক্ষা দিয়ে আলোর পাহাড় গড়বো। আমরা সংখ্যালঘিষ্ঠ হওয়ার পরেও এ বিশ্ববিদ্যালয়ে এসেছি। কারণ হচ্ছে এ বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষাবৃত্তি সুবিধা দিয়ে থাকে। তবে এই সুবিধা যদি কয়েকটা বিভাগের মধ্যে সীমাবদ্ধ না থেকে সকল বিভাগে ব্যবস্থা করা যেত, তাহলে আমরা টেকনিক্যাল বিষয়ে পড়ার সুবিধা পেতাম।'
অনুষ্ঠানে বাংলা বিভাগে অধ্যয়নরত পঞ্চম বর্ষের শিক্ষার্থী বুদ্ধেন্দু চাকমা বলেন, 'যখন আমাদের উপজাতি পরিচয় দেয়া হয়, তখন নিজেকে ছোট মনে হয়। আমাদের আদি পুরুষরা এদেশে বসবাস করে আসছে। আমরা চাই, আমাদের আদিবাসী পরিচয় দেয়া হোক। এতে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে পারবো।'
প্রসঙ্গত, আদিবাসী শিক্ষার্থীদের এ মিলনমেলায় নানা ধরনের খেলার আয়োজন করা হয় যার মধ্যে হাড়ি ভাঙ্গা, র্যাফেল ড্র, বালিশ নিক্ষেপ অন্যতম। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩৫ জনের অধিক আদিবাসী শিক্ষার্থী অধ্যয়নরত আছে।