কে এম হাবিবুল্লাহ সাকিব, খুলনা প্রতিনিধিঃ চলমান সহিংসতার বিরুদ্ধে আজ সকালে ১১টার দিকে পড়ন্ত বৃষ্টির মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করলেন মানববন্ধন। এসময়ের দেশের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে শিক্ষকদের আক্রোশ প্রকাশ করলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রেস বিজ্ঞপ্তিতে কিছু দাবি সমূহ তুলে ধরেন।
শিক্ষার্থীসহ অন্যান্য সকলের নিহত হওয়ার ঘটনার সুষ্টু তদন্ত এবং বিচার করা। আহত সকলের সুচিকিৎসা এবং নিহত সকলের ক্ষতিপূরণ প্রদান করা। নিরীহ ও নিরপরাধ শিক্ষার্থীসহ অন্য সকলের হয়রানি না করা। বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষাকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর অসদাচারণের তীব্র নিন্দা জানানো এবং একই সাথে এ সমস্ত ঘটনার তদন্ত করে আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা। সারাদেশে নাশকতা সৃষ্টিকারীদের সঠিকভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনা।
মানববন্ধনে অর্থনীতি ডিসিপ্লিনের শাহনাওয়াজ স্যার বলেন “মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের জিনি সহগ ছিলো ০.২ তা এখন ০.৪৯। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বৈষম্য কিভাবে বৃদ্ধি পাচ্ছে” তিনি আরো বলেন ” এ স্বাধীনতার সময় এ দেশে দু জন কোটিপতি ছিলেন তা ৭৫ সালে বৃদ্ধি পেয়ে ৩০০ জন হয়। আজ দেশে হাজারের উপরে কোটিপতি এবং তবে দারিদ্র্যের সং্খ্যা কমে নাই”
আরও পড়ুনঃ সিলেটের সুবিধবাজারে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
স্থাপত্য ডিসিপ্লিনের অনির্বাণ মোস্তফা অভি স্যার বলেন ” এই ইউনিভার্সিটি যেমন মুগ্ধ এবং আবু সাইদদের তৈরী করে ঠিক তেমনি এই ইউনিভার্সিটি কিন্তু আপনার প্রশাসনে যারা বসে আছে তাদেরও তৈরী করে। আপনি এক ভাইকে আরেক ভাইদের সাথে লাগিয়ে দিচ্ছেন।”