ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধিঃ দেশে চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের স্থাপনার উপর হামলা ঠেকাতে তারেক জিয়া ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক পুরান ঢাকার শাঁখারি বাজারের শনি মন্দিরের নিরাপত্তায় পাহারায় কাজ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের মন্দিরের সামনে পাহারারত অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে দেখা যায়।
পরে রাত ১২ টার পর শনি মন্দির কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা। এসময় ছাত্রদল নেতাকর্মীরা মন্দির পাহারায় বিভিন্ন দিকে ঘুরে পর্যবেক্ষণ করেন।
বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ সকল এলাকায় সব মন্দির পাহারায় যেন আমরা কাজ করি। আমরা আপনাদের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে আমাদের জানাবেন। আমরা অন্যায়কারীদের আইনের হাতে তুলে দিবো ও প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, স্বেচ্ছাচার হাসিনার প্রেতাত্মা এখনো বাংলাদেশে বহমান । দীর্ঘ ১৫ বছরের হাসিনা সরকার দেশের সব সেক্টরকে ধ্বংস করার পাশাপাশি তারা হিন্দু ভাইদের মন্দির, গির্জা ও বৌদ্ধ ভাইদের উপাসনালয়ের তাদের (গোপালি) গোপালগঞ্জের পুলিশ দিয়ে হামলা, ভাংচুর ও তাদের দালাল মিডিয়া এগুলো প্রচার করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিএনপি জামাতের দোষ চাপিয়েছে।
আরও পড়ুনঃ রাষ্ট্র সংস্কারে নেমেছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
বর্তমানে স্বেচ্ছাচারী হাসিনা যখন পালিয়েছে তার প্রেতাত্মারা এখন আবার বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও উপাসনালয়ে হামলা করে আবারো বিএনপি জামাতের দোষ দিতে চেষ্টা করতেছে কিন্তু তাদের সেই অপচেষ্টাকে রুখে দিতে আগামীর রাষ্ট্রনায়ক ও ছাত্রদলের সংগঠনিক অভিভাবক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন যাতে প্রেতাত্মারা ধর্মীয় উপাসনালয়ে হামলা করে সম্প্রীতি নষ্ট করতে না পারে সে জন্য তিনি ছাত্রদলকে নির্দেশ দিয়েছে এবং কেউ যাতে মন্দির, বৌদ্ধ মন্দির ও গির্জায় হামলা না করতে পারে সেই জন্য ছাত্রদলকে ধর্মীয় স্থাপনার অতন্দ্র পাহারা দিতে বলেছেন।
তার অংশ হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসের পাশে শাখারিবাজারে শিব মন্দির পাহারার জন্য অবস্থান করে এবং হিন্দু ভাইদের সাথে কথা বলে অসস্থ করেছে যাতে তারা নিরাপদে থাকতে পারে।