spot_img

― Advertisement ―

spot_img

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসন সুবিধায় আস-সুন্নাহ ফাউন্ডেশন

ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধিঃ শিক্ষার্থীদের হলের সমস্যা দূর করতে আস-সুন্নাহ ফাউন্ডেশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মধ্যে একটি সমঝোতা স্মারক সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।চুক্তির...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসপদত্যাগ করেছেন জবি উপাচার্য সাদেকা হালিম সহ প্রক্টর, রেজিস্ট্রার

পদত্যাগ করেছেন জবি উপাচার্য সাদেকা হালিম সহ প্রক্টর, রেজিস্ট্রার

ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধিঃ পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। একইসাথে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন ও (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম। 

(রবিবার) সন্ধ্যা পৌনে আটটায় গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম। 

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, উপাচার্য সহ আমি এবং প্রক্টর সবাই পদত্যাগ করেছি। তাঁরা আমাকো হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছে। আমি আগামীকাল সকালে বিশ্ববিদ্যালয় গিয়ে পদত্যাগপত্রটি অফিসে দিয়ে আসব। 

এর আগে, গত ৩০ নভেম্বর ২০২৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম।

আরও পড়ুনঃ ছাত্রলীগের জোগসাজশে নিয়োগ বাণিজ্যের অভিযোগ জাবির হল প্রভোস্টের বিরুদ্ধে 

১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। সাদেকা হালিম কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেন। পরে কমনওয়েলথ স্টাফ ফেলোশিপ নিয়ে যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন।

একইসাথে তথ্য কমিশনের প্রথম নারী তথ্য কমিশনার ছিলেন তিনি। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির কার্যকরী সদস্য ও সিনেট সদস্য ছিলেন সাদেকা হালিম। তিনি জাতীয় শিক্ষানীতি কমিটি-২০০৯ এর কমিটিতে সদস্য ছিলেন। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম নারী ডিন।