আসাদুর রহমান বিজয়, গবি প্রতিনিধিঃ দীর্ঘদিন বন্ধের পরে শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি নোটিশের প্রেক্ষিতে আগামী রবিবার থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয়ে(গবি)।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে গণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক নিশ্চিত করেন ক্লাস শুরু হওয়ার বিষয়টি।
জানানো হয়, ১৮ আগস্ট রোজ রবিবার হতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া জরুরি নোটিশের প্রেক্ষিতে এ বিজ্ঞপ্তি জানানো হয়।
আরও পড়ুনঃ স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
উল্লেখ্য, গত ১৬ জুলাই (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের চলমান কোটা আন্দোলনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন( ইউজিসির) আদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ক্লাস।