
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ শুরু করেছেন। ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন।
সোমবার (১৯আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
এসব পদত্যাগপত্র গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পক্ষ থেকে অধ্যাপকদ্বয়ের মূলপদে (বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ দারুস সালাম কামিল মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
এই দুইজনকে মূলপদ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে যোগদানের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি।