spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী কলেজ ছাত্রাবাসে ল্যাপটপ চুরি-সিসিটিভি ফুটেজও গায়েব, নীরব প্রশাসন

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে একটি ল্যাপটপ চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের মাঝে চাঞ্চল্যের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসদেশ সেরা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা 

দেশ সেরা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা 

মোঃ আব্দুল আলিম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী শাসক হাসিনার দেশ থেকে পলায়নের পর থেকেই গোটা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে থাকে। 

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২০ আগস্ট)  সকাল ১১ টায় রাজশাহী কলেজে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তোলে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে দুপুর ১ টায় শিক্ষকদের জরুরী সভা ডাকে কলেজ প্রশাসন। দুপুর ২ টায় সকল শিক্ষকদের জরুরি মিটিং শেষে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইব্রাহিম মিয়া  রাজশাহী কলেজ, ছাত্রাবাস ও ছাত্রীনিবাস থেকে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেন। 

 কলেজ উপাধ্যক্ষ বলেন, আজ থেকে পর পরবর্তী অধ্যাদেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী কলেজ, মুসলিম ছাত্রাবাস এবং  ছাত্রীনিবাস থেকে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

আমরা এই লিখিত অনুলিপি মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রনালয় থেকে পরবর্তীতে যেই সিদ্ধান্ত আসবে আমরা তাই কার্যকর করবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দেশের সব কলেজ ক্যাম্পাসগুলো ছাত্ররাজনীতি থেকে দূরে থাকুক।

আরও পড়ুনঃ এক হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা

এর আগে সকাল ১১ টায় রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাস ও ছাত্রীনিবাস থেকে সাধারণ শিক্ষার্থীদের একটি মিছিল কলেজে প্রবেশ করে। এরপর আন্দোলনে কলেজের উচ্চ মাধ্যমিক ও সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকল শিক্ষার্থী কলেজের মূল ফটকে নিজেদের অবস্থান কর্মসূচি পালন করে।

সকাল সাড়ে ১১ টার দিক সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কলেজ প্রশাসনে চলে যায় এবং উপাধ্যক্ষ ড. মোঃ ইব্রাহিম মিয়া সহ কলেজের শিক্ষকদের সাথে দফায় দফায় বৈঠকে বসে। সেখানে তারা রাজশাহী কলেজ ক্যাম্পাস, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস এবং রাজশাহী কলেজ মহিলা ছাত্রীনিবাস থেকে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার জন্য লিখিত আবেদন জানায়। বৈঠকে শিক্ষার্থীদের প্রতিনিধি দল কলেজ প্রশাসনকে এক ঘন্টার আলটিমেটাম দেয়া হয়।