spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবন্যার্তদের পাশে দাড়াচ্ছেন মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা

বন্যার্তদের পাশে দাড়াচ্ছেন মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা

তাহসিন আজাদ: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের সহায়তার জন্য এগিয়ে এসেছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক এবং শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির অর্থ ও হিসাব দপ্তর থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বন্যার্তদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের জরুরি ভিত্তিতে এগিয়ে আসার জন্য বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি দেশের বিভিন্ন জেলাসমূহে অতিবৃষ্টির কারনে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে বন্যা দুর্গত এলাকায় বানভাসি মানুষের দুর্ভোগ লাঘবে অত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে ত্রাণ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে কর্মরত আগ্রহী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে নগদ অর্থ সহায়তা দপ্তর ভিত্তিক তালিকাসহ আগামী ২৫ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে জরুরী ভিত্তিতে অর্থ ও হিসাব দপ্তরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।’

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ উদ্যেগে ফান্ড রাইজিং এর মাধ্যমে বন্যার্ত অসহায় মানুষদের জন্য টাকা সংগ্রহ করছেন। 

এ বিষয়ে বন্দর ও জাহাজ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফারহান আহমেদ জানান, ‘দেশে চলমান সংকট মোকাবেলার জন্য বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষকদের সহায়তায় ফান্ড রাইজিং কর্মসূচি চলছে। আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করছেন।’

আরও পড়ুনঃ নান্দাইলে হার্ডওয়্যার দোকানে ভাংচুর ১২ লাখ টাকার মালামাল  লুটপাট 

তিনি আরও বলেন, ‘আমাদের ছাত্রদের পক্ষ থেকে একটি টিম ফেনীতে ২২ আগস্ট, প্রথম প্রহরে লাইফ জ্যাকেট নিয়ে গমন করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের সাহায্যে আরেকটি টিম যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার পরিকল্পনা করছে। আপাতত যত সম্ভব ত্রাণের জন্য ফান্ড কালেক্ট করছে। আশা করছি সকলে মিলে দ্রুত এ পরিস্থিতি মোকাবেলা করতে পারব।’

সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ৪৫ হাজার টাকা বন্যার্ত মানুষদের জন্য সংগ্রহ করেছে। তাছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে সহয়তা করার জন্য যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আরো আশ্বাস দেওয়া হয়েছে উদ্ধার অভিযানের জন্য ইঞ্জিন চালিত নৌকার ব্যবস্থা করা হবে