spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী কলেজ ছাত্রাবাসে ল্যাপটপ চুরি-সিসিটিভি ফুটেজও গায়েব, নীরব প্রশাসন

মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে একটি ল্যাপটপ চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের মাঝে চাঞ্চল্যের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছে সাধারণ শিক্ষার্থীরা

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছে সাধারণ শিক্ষার্থীরা

মোঃ আব্দুল আলিম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ বন্যার্ত মানুষদেরকে সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ করছে রাজশাহী কলেজের বিভিন্ন সংগঠনের  শিক্ষার্থী,সাধারণ মানুষ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। সকলেই নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ তহবিলে অর্থ দিচ্ছেন। 

আজ শুক্রবার (২৩ আগস্ট) সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজশাহীর বিভিন্ন এলাকায়, অর্থ সংগ্রহ করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা সাহেব বাজার জিরো পয়েন্টে ত্রাণ সংগ্রহের জন্য গণ গানের আয়োজন ও করে। এছাড়া জুম্মার নামাজ পড় সকল মসজিদে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করা হয়।

ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন ১২ জেলার  লক্ষাধিক মানুষ।এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন লাখ লাখ মানুষ। শুক্রবার পর্যন্ত বন্যার কবলে পরে অন্তত ১৩ জন মারা গেছেন এবং এখনো অনেকেই নিখোঁজ। বন্যাদুর্গতদের উদ্ধার ও সহায়তার জন্য রাজশাহী কলেজের বিভিন্ন সংগঠনগুলো  এবং সকল সাধারণ জনগণ ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য উদগ্রীব। 

রাজশাহী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, আমরা সাধারণ ছাত্ররা যে যেভাবে পারতিছি বন্যা কবলিত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি।এছাড়াও বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে মসজিদ গুলোতে আমাদের ভাইয়েরা ত্রাণ সংগ্রহ করছে। আমরা বুথের মাধ্যমে ও বিভিন্ন পণ্য সামগ্রী সংগ্রহ করছি।

রাজশাহী কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী মেশকাত রহমান জানান, বাংলাদেশ বর্তমানে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। বন্যার কারণে ফেনী সহ অনেক জেলার মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। আমরা সাধারণ মানুষ যদি তাদের পাশে পাশে দাড়াতেই না পারি তাহলে এই মনুষ্যত্বের কোনো দাম নেই। তাই আমরা সবাই নিজের সাধ্য মত তাদের সাহায্য করার চেষ্টা করতিছি এবং অন্যকে ও উৎসাহিত করছি তাদের কে সাহায্যে করার জন্য।

রাজশাহী কলেজের ৮টি সংগঠন ত্রাণ নিয়ে  একসাথে কাজ করছেন তারা হলেন, রাজশাহী কলেজ শুভসংঘ, বিসিএস প্রিপারেশন ক্লাব, স্ট্যাটিস্টিক্যাল পাইওনিয়ার ক্লাব,  ফিজিক্স ক্লাব, রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব, রাজশাহী কলেজ বিজনেস ক্লাব, অগ্নিবীণা সাহিত্য পরিষদ, সামাজিক স্কুল। তারা বলেন, ডোনেশনের অর্থ দুর্যোগ কবলিত স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছি আমরা সকলেই। 

আরও পড়ুনঃ পদত্যাগ করলেন পবিপ্রবির ভিসি ও ট্রেজারার

যারা সরাসরি সহায়তা করতে পারছে না তাদের জন্য অনলাইনের মাধ্যমে ও অর্থ সংগ্রহ করা হচ্ছে। বিকাশ এবং নগদ নাম্বার -01799019994 রকেট নাম্বার – 01793442152 ব্যাংক একাউন্ট-0190286158851 এইসব একাউন্ট এর মাধ্যমে অর্থ সংগ্রহের কাজ করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।

এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড.মোঃ ইব্রাহিম মিয়া। 

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের জনসেবা মূলক কার্যক্রম অবশ্যই প্রশংসার যোগ্য। দেশের অনেক জেলায় এখন বন্যার কবলে। বন্যার্তদের সাহায্য করা এখন সকলের নৈতিক দায়িত্ব।