spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবন্যার্তদের পাশে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, সংগ্রহ ৩লক্ষ টাকা

বন্যার্তদের পাশে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, সংগ্রহ ৩লক্ষ টাকা

তাহ্সীন আজাদ: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য পূর্ব ঘোষিত ভাবে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শুক্র এবং শনিবার “গণত্রান সংগ্রহ কর্মসূচি” আয়োজন করে।

শুক্রবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিরপুর ১২,ডিওএইচএস, সিএসডি সহ নানান গুরুত্বপূর্ণ স্থান থেকে বান্যার্তদের সহয়তার জন্য ফান্ড রাইজিং কার্যক্রম চালাতে থাকে। এতে নগদ অর্থের পাশাপাশি শুকনো খাবার, পুরাতন জামাকাপড়, জরুরি ঔষধ, স্যানিটারি ন্যাপকিন ও বাচ্চাদের ডাইপার সংগ্রহ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এই কার্যক্রমে সাধারণ জনগণও বেশ স্বতস্পূর্ত ভাবে অংশ নিতে দেখা যায়। তারা আন্তরিক ভাবে নিজ সাধ্যের মধ্যে থেকে সাহায্য করছে নানান ভাবে। দেশের চলমান এই ক্রান্তিলগ্নে শিক্ষার্থীদের এমন কার্যক্রমকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা শিক্ষার্থীদের উপর যথাযথ আস্থাও রেখেছেন।

এ বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে সমুদ্র আইন ও নীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহমেদ মুকতাফি রোহান আমাদের জানিয়েছেন ‘আগামীকালও (শনিবার) মিরপুর-১২, ডিওএইচএস, সিএসডি এবং আরো নানান গুরুত্বপূর্ণ পয়েন্টে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলমান থাকবে। রবিবার আমরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ নৌবাহিনীর সাথে কোলাবোরেশানে ফেনী ও নোয়াখালীতে ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করবো। ‘

শেষ খবর পাওয়া ওবদি আজ বিকেল পর্যন্ত বন্যার্ত মানুষদের জন্য ২ লক্ষ ৭০ হাজার টাকা সংগ্রহ করেছে শিক্ষার্থীরা এবং বেশ কিছু পরিমাণে শুকনো খাবার, পুরাতন জামাকাপড়, জরুরি ঔষধ, স্যানিটারি ন্যাপকিন ও বাচ্চাদের ডাইপারও যোগাড় করেছে শিক্ষার্থীরা। টাকার পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাবে হবে আশাবাদী শিক্ষার্থীরা।

এ বিষয়ে মেরিন ফিশারিজ বিভাগের শিক্ষার্থী ফাহিম ইফতিখার জানান, ‘সম্প্রতি দেশের দক্ষিণ-পুর্ব অঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যা কবলিত এলাকায় দুর্যোগ মোকাবেলার জন্য বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গতকাল রাত থেকে ফান্ড রাইজিং ও গণত্রান কর্মসূচির জন্য  আরো বেশী তৎপর হয়ে উঠেছে। আজ সকাল থেকে মিরপুর ডিওএইসএস এবং আশেপাশের সাধারণ মানুষ আমাদের সর্বোচ্চ সহযোগিতা করছেন। আজ মিরপুরের এক শিশু তার জমানো টাকা আমাদের দিয়ে বন্যা কবলিত এলাকার মানুষের সাহায্য করেছে।’

আরও পড়ুনঃ ভারত বিরোধী স্লোগানে উত্তাল বশেমুরবিপ্রবি 

তিনি আরও বলেন, ‘সে অসহায় মানুষের সাহায্য করতে পেরে অনেক বেশী খুশি। আগামীকাল সকাল ৮টা থেকে একইভাবে আমাদের কর্মসূচি চলবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সাহায্যে আজ একটা টিম কুমিল্লায় অবস্থান করছে এবং ছাত্রদের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব আরেকটা টিম যাওয়ার পরিকল্পনা করছে। আশা করছি সকালের সহযোগিতায় দ্রুত এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ।’

শিক্ষার্থীদের এই মহান কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সহযোগিতা করছে শিক্ষার্থীদের। তাছাড়াও এই বিষয়ে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অফিসিয়াল প্রজ্ঞাপন প্রকাশ করার মাধ্যমে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে