spot_img

― Advertisement ―

spot_img

সাভারে দূর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সাভারে র‌্যাব-৪ এর অভিযানে ধরা পড়েছে দূর্ধর্ষ সন্ত্রাসী আশুলিয়া থানা শ্রমিকলীগের সহ-সভাপতি ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড.মোহাম্মদ কামরুল আহসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড.মোহাম্মদ কামরুল আহসান

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, তিনি সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি’র দায়িত্ব পালন করবেন। অধ্যাপক কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক। তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামেরও সভাপতি।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

তার এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার পদত্যাগের পর দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে পরিবর্তনের দাবি ওঠে। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করেন।

আরও পড়ুনঃ কুড়িগ্রামের চিলমারীতে শহীদি মার্চ পালন 

গত ৭ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মো. নূরুল আলম। এরপর থেকে এই পদটি ফাঁকাই ছিল। 

২০২২ সালে ভিসি হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. মো. নূরুল আলম ছিলেন বিশ্ববিদ্যালয়টির পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক। সাম্প্রতিক কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে সরকার পতনের গণ আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।