spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবায়োইনফরমেটিক্সের গুরুত্ব বিষয়ক সেমিনার ও সনদ প্রদান

বায়োইনফরমেটিক্সের গুরুত্ব বিষয়ক সেমিনার ও সনদ প্রদান

গবি প্রতিনিধিঃ

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের আয়োজনে ও বাংলাদেশ ইউনিয়ন অব বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজির(বিইউবিএমবি) সহযোগিতায় ‘বায়োইনফরমেটিক্স এর গুরুত্ব’ শীর্ষক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভা কক্ষে বিএমবি বিভাগের চেয়্যারম্যান ও বিইউবিএমবি এর উপদেষ্টা ড. মোঃ ফুয়াদ হোসেনের সভাপতিত্বে এ সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয় প্রধান আলোচক ও ‘বেসিক বায়োইনফরমেটিক্স’ কোর্স ট্রেইনার জেনেসিস ল্যাবরেটরিস এর পরিচালক মো. মাহফুজুর রহমান ভূঁইয়া। তিনি বায়োইনফরমেটিক্স এর ব্যবহার, এটি কি কাজে লাগে ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিষদ আলোচনা করেন।

এসময় অনুষ্ঠানে আগত অতিথিরা বিজ্ঞান ও গবেষণা ভিত্তিক সংগঠনের গুরুত্ব তুলে ধরে গণ বিশ্ববিদ্যালয়ে এগুলো চালু করার পরামর্শদেন এবং গবেষণার জন্য বায়োইনফরমেটিক্স গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন বলেন, “আমাদের দেশে আমরা ল্যাবের জিনিসপত্র কিনতে পারি কিন্তু পরিচালনা করতে পারিনা। গবেষণার জিনিসপত্র ক্রয়ের আগে পরিচালনার কথা ভাবতে হবে।” গণ বিশ্ববিদ্যালয় আগের তুলনায় গবেষণায় এগিয়ে যাচ্ছে। গবেষণার ক্ষেত্রে প্রশাসন সব সময় সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। 

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম খান গবেষণা সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “যারা বিভিন্ন বিভাগে গবেষণা এবং অনন্য বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে খেয়াল রাখতে হবে বিভিন্ন বিভাগ এর মধ্যে যেন সমম্বয় ব্যবস্থা যথাযথ থাকে তাহলে আমরা ফ্রিতে অনেক কিছু ব্যবহার করতে পারব। যেসকল জিনিস আমাদের নেই সেগুলো ক্রয় করে রিসার্চ এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে গণ বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে সুন্দর ভবিষ্যত গড়ে তুলবে।”

সভাপতির বক্তব্যে বিইউবিএমবি এর উপদেষ্টা ড. মোঃ ফুয়াদ হোসেন বলেন, “গণ বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ একটি সময় পিছিয়ে থাকলেও এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। পূর্ণাঙ্গ বায়োকেমিস্ট্রি ল্যাব রয়েছে। মলিকুলার ল্যাবের কাজ চলছে, কেন্দ্রী একটি মলিকুলার ল্যাব হয়তো খুব শীঘ্রই না হলেও প্রশাসন কয়েকটা ফেইজে এটি করে ফেলতে পারবে আশা করি।”

এসময় তিনি শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানান।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেজসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিএমবি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, সেমিনারের শেষ অংশে গত ১২ ফেব্রুয়ারি বিইউবিএমবি আয়োজিত “বেসিক বায়োইনফরমেটিক্স” কোর্স এ অংশগ্রহনকৃত শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।