মোঃ আব্দুল আলিম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটকে ত্রাণ সংগ্রহ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী নগর ভবনে সিটি ইউনিটের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার লক্ষ্যে সংগৃহীত ত্রাণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।
রাজশাহী সিটি ইউনিটের মাসিক সভায় অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজু এবং ইউনিট লেভেল অফিসার মোঃ মিরাজ শামিম আহসান।
আরও পড়ুনঃ ‘অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেয়া হবে’
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব নেতা মোঃ রবিউল হাসান মিন্টু বলেন, “বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে আমরা বিভিন্ন প্রচারণা চালিয়েছি এবং নগদ অর্থ ও শুকনো খাবার সংগ্রহ করে তা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে দিয়েছি। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় আমরা আরও সক্রিয় ভূমিকা পালন করব। এ সম্মাননা রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।