spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসদমকা হাওয়ায় উপরে পড়েছে রাজশাহী কলেজের স্বর্ণকুচি গাছ

দমকা হাওয়ায় উপরে পড়েছে রাজশাহী কলেজের স্বর্ণকুচি গাছ

মোঃ আব্দুল আলিম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ সামান্য ঝড়ে রাজশাহী কলেজের ঐতিহ্য ধারণকারী স্বর্ণকুচি গাছটি ঝড়ে উপরে পড়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় দেখা যায় রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনের সামনের ঐতিহ্য ধারণকারী স্বর্ণকুঠি  গাছটি ভেঙ্গে পড়ে রয়েছে। 

এই গাছটি এতদিন রাজশাহী কলেজের সৌন্দর্য বৃদ্ধি করে আসছিলো। গাছটির ঢালপালা বেড়ে উঠছিলো আপন গতিতে, এই কারণে সামান্য ঝড়ের কবলে পড়লেই ভেঙে পড়ছে। 

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২য় বর্ষের ফারিভা আখতার বলেন, গাছ টা খুব ভালো ছিল, বসন্তের সময় গাছ টার পাশে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হতো। এখন আর হবে না। গাছ টা অনেক সুন্দর ছিল গাছটা পড়ে যাওয়ায় অনেক খারাপ লাগছে।

আরও পড়ুনঃ রামগঞ্জে বিরেন্দ্র খালে প্রাণের সঞ্চার তিন যুগ পর

সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী পলি রাণী বলেন, রাজশাহী কলেজ এ গাছটার ছায়াতে বসে কাটানো আমাদের আনন্দঘন মুহূর্তের স্মৃতি রয়েছে,  অনেক পুরোনো এ গাছটি ছায়া ও অক্সিজেন দিতো, গাছটি উপড়ে পড়ে যাওয়াতে আমরা প্রকৃতিগত ভাবে ক্ষতির সম্মুখীন হলাম , এমন একটা গাছ  তৈরি হওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার।