spot_img

― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্তদের সাহযোগিতায় ৪ সিদ্ধান্ত

মো: মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে বন্যা সৃষ্টি হয়েছে। প্লাবিত চরাঞ্চলে বন্যার্ত মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনশিক্ষাস্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

মো: মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলমান ছাত্র জনতার আন্দোলনে সরকার পতন সহ উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।

নতুন সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত হওয়া লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। জানা গেছে, এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। আর ১৫ থেকে ২৩ অক্টোবর চলবে ব্যবহারিক পরীক্ষা।

এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এর পর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়।

আরও পড়ুনঃ রবিবার থেকে খুলছে বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান

পরবর্তী পরীক্ষা ৪ আগস্ট থেকে শুরুর কথা থাকলেও তা স্থগিত হয়। সবশেষ গত ১১ আগস্ট নতুন সময়সূচিতে বাকি পরীক্ষাগুলো নেওয়ার কথা থাকলেও আগুনে প্রশ্নপত্র পুড়ে যাওয়াতে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনিদিষ্টকালের জন্য স্থগিত করা হয়।