মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলাধীন বলিহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে এক কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে অত্র কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ রবিবার সকাল ১১ টায় বলিহার বাজার থেকে ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি বাবলাতলী মোড়ে প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিলটি ঘুরে কলেজ ক্যাম্পাসে এসে চলতে থাকে।
এই পরিস্থিতিতে অত্র কলেজের শিক্ষক এমদাদুল হকের নেতৃত্বে কলেজের অফিসে সকল শিক্ষকের সাথে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি প্রিন্সিপালের বিরুদ্ধে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে পদত্যাগ চান তারা।
আরও পড়ুনঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আল আমিনের দাফন সম্পন্ন
দাবিটি নায্য ও যৌতিক হওয়ায় কলেজের সকল শিক্ষকেরা শিক্ষার্থীদের আন্দোলনকে সংহতি জানায়। শিক্ষকদের সাথেও আতিক নানারকম দুর্ব্যবহার,অন্যায় অত্যাচার করেন বলে ও জানান শিক্ষকরা। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল শিক্ষক কর্মবিরতি নিয়েছেন।
আজকে কলেজের অধ্যক্ষ আতিক কলেজে আসার কথা থাকলেও আসেননি। একাধিকবার তার ফোনে ফোন দেয়া হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি