মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা জগতে যারা অসামান্য অবদান রেখে অগ্রণী ভুমিকা পালন করে ২০২৪ ইং সালের প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে।
তারা হলেন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ আবুল বাসার নাগমুদ বাজার সরকারি প্রাথমিকবিদ্যালয়,শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রহিমা আক্তার বাঁশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ আবদুল মোতালেব জুয়েল পানিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রোমানা আক্তার আকারতমা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক মোঃ কবির হোসেন সহকারী শিক্ষক মধ্য আঙ্গার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আরও পড়ুনঃ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে ইবি শিক্ষার্থীর মতবিনিময়
এ ছাড়াও শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে পশ্চিম আঙ্গার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।