ফজলে রাব্বি, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে গান গেয়ে সোশ্যাল মিডিয়া ও গণমানুষের কাছ থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন শাহ্ এরশাদ ফকির। তার গান শুনে মুগ্ধ কালিয়াকৈর উপজেলা সহ দেশের যেকোন প্রান্তের সকল জনগণ। তিনি পূর্ব থেকেই একজন সুফি এবং সাধক। বাংলাদেশ বেতারে বহুবার গান করেছে এবং বাংলাদেশ টেলিভিশনে নিবন্ধিত সংগীত শিল্পী শাহ্ এরশাদ ফকির। তিনি গান করেন মানবতার জন্য।
গায়ক পরিচয়ের পাশাপাশি সমাজসেবক হিসেবেও তিনি পরিচিত। গান গাওয়ার পাশাপাশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সামাজিক এবং হতদরিদ্র মানুষের পাশে দাড়ান তিনি। তার জীবনের সবচেয়ে বড় লক্ষ হলো জনগণকে সেবা করা ও সবাইকে সমান ভাবে দেখা। এভাবেই চলছে তার জীবন।
১৯৬৭ সালে কালিয়াকৈরের উত্তর রাজাবাড়ী গ্রামের মৌচাক ইউনিয়নে তার জন্ম। ছাত্রজীবন থেকেই তিনি একজন রাজনৈতিক দলের একজন কর্মী। ১৯৮৩ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮৫ সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৭ সালে বিমানবাহিনীতে যোগদান করে চাকরীর পাশাপাশি পড়ালেখা করেছেন। ভাই বোনদের মধ্যে তিনিই বড় তাই সংসারের ঘানি টেনেছেন শাহ্ এরশাদ ফকির। বর্তমানে স্ত্রী দুই সন্তান ও পুরো পরিবার নিয়ে শান্তিতে দিন কাটছে তার।
১৮ বছর চাকুরী শেষে তিনি ২০০৫ সালে অবসরে এসে গার্মেন্টস পরিচালনা শুরু করেন। কিন্তু মাঝখানে তার ব্যবসার কিছুটা অবনতি ঘটেছে।
বর্তমানে তিনি ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যবসার পাশাপাশি গান ও সমাজসেবা করে পার করছেন তার জীবন। হতদরিদ্রদের সহায়তা করার জন্য তিনি সর্বদা প্রস্তুত থাকেন। তিনি সর্বাবস্থায় মানবতার জয় হোক এই কামনা করেন।