spot_img

― Advertisement ―

spot_img

ফরিদপুর সদরপুরে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ রিয়াজ শেখ, ফরিদপুর (জেলা) প্রতিনিধিঃ ফরিদপুর জেলার সদরপুর থানার পুলিশের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওবায়দুর মোল্যা (৩০) গ্রেফতার হয়েছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার...
প্রচ্ছদবিনোদনবন্যার্তদের নিয়ে গান গেয়ে ভাইরাল শেহমান

বন্যার্তদের নিয়ে গান গেয়ে ভাইরাল শেহমান

মোঃ রিয়াজ শেখ, ফরিদপুর (জেলা) প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশুশিল্পী শেহমান ইসলাম। ছোট বয়স থেকেই গান করে আসছে। গানের প্রতি তার রয়েছে ভালোবাসা। এছাড়া সমাজ সেবামূল কাজের সাথে যুক্ত আছেন। সম্প্রতি বন্যার্থদের নিয়ে একটি গান করে ভাইরাল হন শেহমান।

‘বানের জলে ভাইসা গেলো আমার ভিটা মাটি’ গানটি করে দশ লক্ষ উপরে মানুষের মন জয় করে নেয়। গানটি ৬ হাজারেরও বেশি শেয়ার হয়।
শিশুদের নিয়ে সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান বিডি চাইল্ড ট্যালেন্ট ফেসবুক পেইজে গানটি ২৮ আগস্ট পোস্ট করা হয়। গানটি পোস্ট হয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে গানটি ছড়িয়ে পরে।

শেহমান ইসলাম বলেন, ‘গানটি আমার কাছে ভালো লেগেছিল, আমার আব্বু-আম্মু গানটি আমাকে করতে বলেন। আমি উনাদের কথা অনুযায়ী গানটি তুলি। পরে ভাইয়া গানটি ভিডিও করে বিডি চাইল্ড ট্যালেন্টে পোস্ট করেন।’

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে বন্যায় প্রাণিসম্পদের ৮ কোটি ৬৫ লাখ টাকারও বেশী ক্ষতি 

শেহমান ইসলাম ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেনিতে পরেন। শেহমান এর দেশের বাড়ি ময়মনসিংহ জেলা এবং বর্তমানে তিনি ঢাকা থাকেন। শেহমান ২০২৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় হামদ-নাতে জাতীয় পুরস্কার পান।