spot_img

― Advertisement ―

spot_img

বেরোবিতে সেলুন, লন্ড্রি ও স্টেশনারি দোকানের উদ্বোধন

মোছাঃ আল হুমায়রা জান্নাতি, বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আবাসিক শিক্ষার্থী এবং শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সেলুন, লন্ড্রি ও স্টেশনারি দোকান চালু...
প্রচ্ছদফিচারমায়ের প্রতি ভালোবাসা শুধু দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়

মায়ের প্রতি ভালোবাসা শুধু দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়

মা মানে শুধু একটা শব্দ নয়। মা মানে একটা জগত, যে জগতে মাই সব সময় সেরা। আজ ১২ মে বিশ্ব মা দিবস, পৃথিবীর সকল মাকে আন্তরিকভাবে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। দোয়া করি সকল মা সবসময় অনেক ভালো থাকুক,মায়ের প্রতি ভালোবাসা শুধু দিবসের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বিশ্ব মা দিবস উপলক্ষে বেরোবির কিছু শিক্ষার্থী তাদের মায়েদের প্রতি ভালবাসা ব্যক্ত করেছেন।

“মা” শব্দটি কত সুমধুর একটা ডাক তাই না,মা নামটি ডাকলে পৃথিবীর সকল দুঃখ-কষ্ট, হতাশা যেন এক মুহূর্তের মধ্যেই নিঃশেষ হয়ে যায়। মা পৃথিবীর আলো দেখানো থেকে শুরু করে সারাটা জীবন সন্তানকে পরম মমতায় আগলে রাখেন।মা তার সন্তানের চাহিদা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে হলেও পূরণ করেন। তার মধ্যে হাজার কষ্ট থাকলেও তিনি তা লুকিয়ে রাখেন। তিনি সন্তানের সুখে সর্বদা নিজের সুখ খুঁজে পান। আসলেই তার সাথে পৃথিবীর কারো তুলনা হয় না। অথচ সময় থাকতে আমরা অনেকেই তা উপলব্ধি করতে পারি না। নিজের অজান্তেই তাকে কষ্ট দিয়ে থাকি। মা হারিয়ে গেলে বোঝা যায় মায়ের থেকে আপনার কেউ হয় না। মা তুমি কি বুঝতে পারো আমি তোমাকে কতটা মিস করি। আমার সকল হাসি কান্নার ছন্দে তুমি মিশে আছো অনেক গভীরভাবে। তোমাকে দেখতে পাওয়ার এক নজর আমাকে কতটা স্বস্তি ও শান্তি দেয়। তোমার গলার আওয়াজ শুনে মন ভালো হয়ে যায়। আমি চাই আমার সব আয়ু তোমার হোক। পৃথিবীর সকল মা এভাবে ভালো থাকুক। সবাইকে মা দিবসের অনেক শুভেচ্ছা।

নাজনীন আক্তার রেইন
দ্বিতীয় বর্ষ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ।

“মা” নামক শব্দটি কিভাবে লিখে প্রকাশ করব, আমি ভাষা খুঁজে পাই না! মাকে নিয়ে যায় লিখতে যায়না কেন! বার বার মনে হচ্ছে কোথাও কমতি হয়েছে। মায়ের মত “মমতাময়ী” “স্নেহপরায়ণ” “ধৈর্যশীল”কারী এই পৃথিবীতে আর কেউ আছে কিনা আমি জানিনা। ” মা” নামক শব্দটি শুনলে বুকের ভেতরে কেমন জানি অনুভূত হয়। নিজের সখের কানের দুল বন্ধক রেখে যে মানুষটা আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য টাকা দিয়েছিল- তিনি হলেন আমার “মা”। এই মা নামক মানুষটির ঋণ কখনো শোধ করতে পারবো কিনা জানিনা। কিন্তু সৃষ্টিকর্তার কাছে আমি এইটুকু চাই যে, আমি যেন নিজের পায়ে দাঁড়ানোর পর সারা জীবন মায়ের পাশে থেকে মায়ের মুখে সুন্দর হাসিটা ফুটাতে পারি। মা দিবস হল এমন একটি উপলক্ষ যা বিশ্বের বিভিন্ন প্রান্তে মায়েদের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালবাসা প্রকাশের জন্য পালিত হয়। দিনটি মায়েদের অবদানকে সম্মান জানাতে, মাতৃ বন্ধনের প্রচেষ্টা।
পৃথিবীর সকল মায়ের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। ভালো থাকুক পৃথিবীর সকল মা।

খ্যাইসাঅং মারমা
দ্বিতীয় বর্ষ, ইংরেজি বিভাগ।

“মা!” খুবই ছোট্ট একটি শব্দ। শব্দের মাঝেই মিশে আছে যেন পৃথিবীর সব মায়া, মমতা, নিঃস্বার্থ অসীম ভালোবাসা।
মায়ের ভালোবাসার গভীরতা প্রকাশ করার সাধ্য আামার নেই। তোমার তুলনা তুমি নিজেই “মা!”
আমার মা আামার জীবন। মাকে নিয়ে যতই বলি না কেন কম পরে যাবে। মায়ের মর্যাদা উচ্চাসীন। মা অনন্য, মা ই সেরা।
মায়ের প্রতিদান দিতে আমি ব্যর্থ।

আবিদা সুলতানা মিম
দ্বিতীয় বর্ষ, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।

আরও পড়ুনঃ ফরিদপুরে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আল্লাহ পৃথিবীতে সবকিছুর বিকল্প রাখলেও শুধুমাত্র একটি শব্দের কোনো বিকল্প রাখেনি তা হচ্ছে আম্মু। পৃথিবী হয়তো তাদের উৎসর্গ করেছে একটি দিবস, নাম “মা দিবস ” কিন্তু আমি তো উৎসর্গ করতে চাই পৃথিবীর সমস্ত সুখ। আম্মুকে নিয়ে বলতে ১০ লাইনের প্রতিটি লাইনেই আমি শুধু বলতে চাই ” আম্মু তোমায় আমি ভীষণ ভালোবাসি “। আমি তোমার স্পর্শেই, মমতায় বেঁচে আছি।আমার বেদনায় তোমার চোখের আকুতি, বোবা কান্না আমায় জানিয়েছে এ পৃথিবীতে মায়ের থেকে আপন কেউ নেই। ছোট থেকে আজ পর্যন্ত আমায় কখনো মনের আড়াল করোনি মা,তাইতো আমি বেড়ে উঠেছি এত নিবিড়ভাবে। আমার ছোট ছোট কাজেও নিজের সবটুকু প্রায়োরিটি দিয়ে শিখিয়েছো ভালোবাসার মানে। আমি জানি পরবর্তী জন্ম বলতে কিছু নেই, থাকলে শত জন্মেও আমি শুধু তোমায় চাইবো আম্মু। তোমার শাসনেও যে মায়া ভরা উৎকন্ঠা,আমি বুঝেছি আমায় তুমি আমার থেকেও বেশি ভালোবাসো আম্মু। আম্মু তোমার সব কষ্টের প্রতিদান তো দিতে পারবোনাহ, তুমি গর্ব করবে আমায় নিয়ে তাই হয়তো বেঁচে থাকা। আমায় আগলে রেখো মা, তোমায় জানাই অন্তরের অন্ত:স্থল থেকে দোয়া,শ্রদ্ধা ও ভালোবাসা।

সাদিক হোসাইন আকাশ
দ্বিতীয় বর্ষ, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।

মা!!! এটি শুধু মাত্র শব্দ নয় একটি অকৃত্রিম অনুভূতি।” মা” শব্দটি উচ্চারিত হতেই যেন বক্ষপিঞ্জিরায় হৃদপিণ্ড নামক মাংসপিন্ডে এক শীতল আবেশ ছেয়ে যায়।
আমাদের জীবনের দুঃখের ঘোর তমসায় কিংবা সুখের পরম মুহূর্তে সবসময়ই ছায়ার মত পাশে থাকে ‘ মা’।
এই ধূর্ত পৃথিবীতে যখন জীবন ধূসর রাঙ্গা মরুভূমির ন্যায় হয়, ঠিক তখনই মা তার জীবনের সকল রং দিয়ে আমাদের গড়ে তোলে নানা রংবেরঙের রঙিন এক একটি প্রজাপতিতে। যে প্রজাপতি তার রঙিন ডানা দিয়ে নতুন উদ্যমে উড়তে পারে, নতুনভাবে নিজেকে মেলে ধরে এক রঙিন পৃথিবীতে। এক সময় আমরা আমাদের কাঙ্খিত সাফল্যের চূড়ায় পৌঁছাতে সক্ষম হই।
‘মা’ তো আমাদের জীবনের সেই তালগাছ , যে শত ঝড় বৃষ্টিতে ও আমাদের সুরক্ষা দিতে অনড় থাকে। তাইতো এই ভুবনে মায়ের মত আপন কেহ নাই।

আয়শা আফরিন
দ্বিতীয় বর্ষ, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।