আন্তর্জাতিক ডেস্ক ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে গত ৪ জুন। পশ্চিমবঙ্গের কোচবিহার লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। উক্ত আসনটি দখল করেছে তৃণমূল। এরপর জেলার বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী সহিংসতার খবর ভেসে আসছে। এবারে বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দল তাদের নেত্রীকে মারধর করে বিবস্ত্র করেছে এবং এই অবস্থায় এক কিলোমিটার হাঁটিয়েছে গ্রামের মধ্যে।
গত মঙ্গলবার (২৫ জুন) নারী মোর্চার নেত্রীর নির্যাতনের ঘটনাটি ঘটেছে। হাসপাতালে ভর্তি নির্যাতিতার অভিযোগ, “ভোট গোনার পর থেকে তৃণমূল আমাদের হুমকি দিচ্ছে। ভয়ে স্বামীকে ঘর ছাড়তে হয়। ২৫ জুন তৃণমূলের কর্মীরা আমাকে বিবস্ত্র করে মারধর করে।”
জানা যায়, নির্যাতিতার উপর নিপীড়নের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে হইচই শুরু হয় বৃহস্পতিবার।
ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ দাবি করেছে, ‘প্রতিবেশীদের মধ্যে গন্ডগোল বেধেছিল। কয়েকজন নারী নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে নিগৃহীতার কাপড় ছিঁড়ে যায়। পুলিশ তিনজনকে পাকড়াও করেছে। যে ফোনে ছবি তোলা হয়, সেটি ফরেনসিক পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে।’
আরও পড়ুনঃ খুবিতে সোশিওলোজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
যদিও পুলিসের এই দাবি প্রত্যাখ্যান করেছেন নির্যাতিতার বাবা। তিনি বলেন,‘আমার মেয়ে বিজেপি করে বলে ভয় দেখাচ্ছিল। মুসলমান হয়ে কেন বিজেপি করবে, এই প্রশ্ন ওরা তুলেছিল। মেয়ে কাজ থেকে ফেরার পথে ওর উপর হামলা চালায় তৃণমূলের নারী কর্মীরা। মারধর করে পোশাক ফেলে দেয়। বিবস্ত্র অবস্থায় এক কিলোমিটার হাঁটিয়েছে গ্রামের মধ্যে।’