আন্তর্জাতিক ডেস্কঃ ২০২৩ সালে জার্মানিতে বিবাহবিচ্ছেদের সংখ্যা ১৯৯০ সালের পর যে-কোনো বছরের তুলনায় কম ছিল৷ এ বছর প্রায় ১ লাখ ২৯ হাজার বিবাহবিচ্ছেদ হয়েছে যা ২০২২ সালের তুলনায় ৮ হাজার ৩০০ কম। আবার ২০২২ সালে দেশটিতে বিয়ের সংখ্যা ছিল ৩ লাখ ৯০ হাজার ৭৪৩ এবং ২০২৩ সালে বিয়ে তিন লাখ ৬১ হাজার বিয়ে হয়েছে বলে ডায়চে ভেলের এক প্রতিবেদনে জানা যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালে বিবাহবিচ্ছেদ হওয়া দম্পতির অর্ধেকের বেশি দম্পতির সন্তানেরা অপ্রাপ্তবয়স্ক ছিল৷ বিচ্ছেদ হওয়া ৪৮.৮ শতাংশ দম্পতির এক সন্তান, ৩৯.৭ দম্পতির দুই সন্তান ও ১১.৫ শতাংশ দম্পতির তিন বা তার বেশি সন্তান রয়েছে৷ প্রায় এক লাখ নয় হাজার ৬০০ অপ্রাপ্তবয়স্কের উপর তাদের বাবা-মার বিচ্ছেদের প্রভাব পড়েছে৷
আরও পড়ুনঃ তুরস্কের রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫
২০২৩ সালে বিচ্ছেদ হওয়া দম্পতিরা গড়ে ১৪ বছর নয় মাস বৈবাহিক সম্পর্কে ছিলেন৷ আর বিচ্ছেদ হওয়া ১৭ শতাংশ দম্পতি ২৫ বা তার বেশি সময় বৈবাহিক সম্পর্কে ছিলেন৷
প্রতিবেদনটিতে বলা হয়, বিয়ের হারও কমেছে দেশটিতে।
২০২৩ সালে জার্মানিতে তিন লাখ ৬১ হাজার বিয়ে হয়েছে, যা ১৯৫০ সালে তথ্য সংগ্রহ শুরুর পর থেকে দ্বিতীয় সর্বনিম্ন৷ ২০২১ সালে সবচেয়ে কম বিয়ে হয়েছে৷ সংখ্যাটি ছিল তিন লাখ ৫৭ হাজার ৭৮৫