মাহিদুজ্জামান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ আজ সৌদিতে জ্বিলহজের ৯ তারিখ অর্থাৎ আরাফার দিন। হাদিসে এসেছে, ‘আরাফার ময়দানে অবস্থান করা হলো হজ্জ (মুসনাদে আহমদ: ৪/৩৩৫)। তাই বর্তমানে আরাফার ময়দানে অবস্থান করছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজিগণ। এখানেই হবে হজ্জের মূল আনুষ্ঠানিকতা।
আজ শনিবার (১৫জুন) সৌদি আরবের মক্কা নগরীর আরাফার ময়দানে অবস্থিত ‘মাসজিদে নামিরা’ থেকে হজ্জের খুতবা ও নামাজ আদায়ের মধ্যদিয়ে পালিত হয়েছে হজ্জের মূল আনুষ্ঠানিকতা।
এবারে মাসজিদে নামিরা হতে হাজিদের উদ্দেশ্যে হজ্জের খুতবাহ দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খত্বিব ‘শায়েখ মাহের আল মুয়াইকিল’ এবং তিনি মাসজিদে জোহর এবং আসরের সলাতের ইমামতিও করবেন বলে জানা যায়।
উল্লেখ্য, সূর্যদয়ের পর থেকে মিনা হতে আরাফার উদ্দেশ্যে রওনা দেন হাজিগণ। আরাফার ময়দানে তারা অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্তের পর তারা মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে মাগরিব ও এশার সলাত পড়বেন। ওই সময় প্রতীকি শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপ করবেন কংকর বা নুড়ি পাথর। মুজদালিফায় হজিগণ খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন। এরপর ফজর নামাজ পড়ে তারা আবারও ফিরে যাবেন মিনায়।