spot_img

― Advertisement ―

spot_img

ঈদ-উল-ফিতর: সংযম, আনন্দ ও মানবতার বন্ধন

ফিচার ডেস্কঃ ঈদ-উল-ফিতর আমাদের জীবনে খুশির বার্তা নিয়ে আসে, তবে এর মূল তাৎপর্য নিহিত আছে পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের মধ্যে। এটি আমাদের শেখায়,...
প্রচ্ছদইসলাম ও জীবন ব্যবস্থাকষ্ট থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

কষ্ট থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

কষ্ট থেকে বাঁচতে যে দোয়া পড়বেন,প্রসিদ্ধ তাবেয়ি হযরত মাকহূল রহ. বলেছেন,

যে ব্যক্তি ﻟَﺎ ﺣَﻮْﻝَ ﻭَﻟَﺎ ﻗُﻮَّﺓَ ﺍِﻟَّﺎ ﺑِﺎﻟﻠﻪِ ﻭَﻟَﺎ ﻣَﻨْﺠَﺎَ ﻣِﻦَ ﺍﻟﻠﻪِ ﺍِﻟَّﺎ ﺍِﻟَﻴْﻪِ ‘লা হাওলা ওয়ালা-ক্বুওয়াতা ইল্লা-বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লহি ইল্লা ইলাইহি’ পড়বে আল্লাহ তাআলা তার থেকে সত্তর প্রকারের কষ্ট দূর করবেন। যার মধ্যে সবচেয়ে ছোট হল দারিদ্রতা।

দোয়া স্বতন্ত্র ইবাদত। দোয়া ইবাদতের মূল। দোয়া ছাড়া ইবাদত অস্পূর্ণ থাকে। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়।জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সা. আমাদের দোয়া শিখিয়েছেন।

ﻟَﺎﺣَﻮْﻝَ ﻭَﻟَﺎ ﻗُﻮَّﺓَ ﺍِﻟَّﺎ ﺑِﺎﻟﻠﻪِ ﻭَﻟَﺎ ﻣَﻨْﺠَﺎَ ﻣِﻦَ ﺍﻟﻠﻪِ ﺍِﻟَّﺎ ﺍِﻟَﻴْﻪِ

উচ্চারণ: লা হাওলা ওয়ালা-ক্বুওয়াতা ইল্লা-বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লহি ইল্লা ইলাইহি (তিরমিজি ৩৬০১) 

উপকারিতা: হযরত আবু হুরায়রা রা. বলেছেন, রসুলুল্লাহ সল্লাল্লহু ‘আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি আমাকে বেশি বেশি পড়তে বলেছেন। কেননা এটা জান্নাতের রত্নভান্ডার।
 
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সা. বলেছেন, 

তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে। যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। (বুখারি ৬৩৪০)
 
হাদিসে এসেছে-হযরত জাবির (রাঃ) বলেন,  আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি (আল্লাহর কাছে) কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। অথবা তদানুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন। যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। (তিরমিজি)
  
রসুল সা. বলেছেন, যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে (তিরমিজি ৩৩৮২)