spot_img

― Advertisement ―

spot_img

কালীগঞ্জে বিশেষ অভিযানে পৌর প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।...
প্রচ্ছদলাইফ স্টাইলবাংলাদেশের স্কিন কেয়ারের নতুন ভাষা লিখছেন শাহরিয়ার আরিফিন

বাংলাদেশের স্কিন কেয়ারের নতুন ভাষা লিখছেন শাহরিয়ার আরিফিন

যেকোনো শিল্পেই কিছু নিঃশব্দ পথচলা থাকে, যেখান থেকে একসময় গল্প জন্ম নেয়। বাংলাদেশের স্কিন কেয়ার খাতে এমনই একটি গল্পের নাম শাহরিয়ার আরিফিন। ফার্মাসিস্ট হিসেবে যাত্রা শুরু করা এই মানুষটি আজ দেশের প্রথম মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড SAM SKIN HEALTH-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

গণ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক এবং ইউওডিএ থেকে স্নাতকোত্তর শেষ করার পর শাহরিয়ারের স্বপ্ন ছিল—মানুষের উপকারে আসবে এমন কিছু গড়ে তোলা। সেই স্বপ্নের পাথেয় হয়ে প্রথমে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসে, পরে ইউনিমেড ইউনিহেলথে দীর্ঘ ১৮ বছর কাজ করেন তিনি। ওষুধের পাশাপাশি শিখেছেন ব্র্যান্ড, বাজার আর মানুষের মন বুঝতে।

পরবর্তীতে রিমার্ক HB-তে কর্মরত থাকাকালে যুক্ত হন Siodil, Cavotin, ও Dermo-U–এর মতো জনপ্রিয় স্কিন কেয়ার ব্র্যান্ডের সঙ্গে। মাত্র দেড় বছরে ৩০টিরও বেশি কার্যকর পণ্য বাজারে এনে তিনি দেখিয়েছেন—নিরবচারে পরিশ্রম ও গবেষণা কীভাবে বাস্তব পরিবর্তন আনে।

২০২৩ সালে সাহসী সিদ্ধান্ত নিয়ে নিজস্ব প্রতিষ্ঠান SAM SKIN HEALTH গড়ে তোলেন। উদ্দেশ্য ছিল পরিষ্কার—প্রাকৃতিক উপাদান আর আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সমন্বয়ে এমন স্কিন কেয়ার সমাধান তৈরি করা, যা শুধু ব্যবসা নয়, হবে মানুষের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা। এই ব্র্যান্ডের মূল দর্শন—মানুষ ও বিজ্ঞানকে একসূত্রে গাঁথা করা।

দেশে কাজের পাশাপাশি শাহরিয়ার আরিফিন আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন। ইতোমধ্যে তিনি অংশ নিয়েছেন মিলান, প্যারিস, ব্যাংকক, ক্রোয়েশিয়াসহ ১৮টিরও বেশি দেশের আন্তর্জাতিক সম্মেলনে। World Congress of Dermatology, JDP, AADC, NAOS Global Meet—এই সব মঞ্চে তিনি শুধু অংশগ্রহণই করেননি, তুলে ধরেছেন বাংলাদেশের স্কিন কেয়ার শিল্পের সম্ভাবনা।

শাহরিয়ারের আরেকটি পরিচয় হলো—তিনি একজন নিবেদিত ফটোগ্রাফার। পাঠশালা থেকে ফটোগ্রাফির প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন। ভ্রমণ ও ফ্যাশন ফটোগ্রাফিতে রয়েছে তাঁর আলাদা আগ্রহ। অবসরে ঘুরে বেড়ান, ছবি তোলেন, মানুষের জীবনের গল্প ধারণ করেন ক্যামেরার লেন্সে।

আরও পড়ুনঃ রাজবাড়ীতে একদিনে আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার

তরুণদের উদ্দেশে তাঁর বার্তা খুবই অনুপ্রেরণাদায়ী—
“আমি যদি একজন সাধারণ এক্সিকিউটিভ থেকে সিইও হতে পারি, তাহলে তুমিও পারবে। দরকার শুধু পরিশ্রম, স্বপ্ন দেখা এবং হাল না ছেড়ে দেওয়া।”

শাহরিয়ারের গল্প শুধুই সাফল্যের নয়, এটি সেইসব মানুষের জন্য যারা প্রতিদিন নিজেরাই নিজেদের প্রশ্ন করেন—‘আমি কি পারব?’ উত্তরটা স্পষ্ট—হ্যাঁ, তুমি পারবে। শুধু নিজেকে বিশ্বাস করতে হবে।