মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে অসাম্প্রদায়িক ও সংবেদনশীল সমাজ গঠনে যুব নেতৃত্ব তৈরির জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণটি আয়োজন করেছে ডেমোক্রেসি ওয়াচ, আস্থা প্রকল্পের সহযোগিতায়।
প্রশিক্ষণের সমাপনী দিনে (সোমবার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট ও ব্যাগ তুলে দেন।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর এস এম মহিউদ্দিন মইন। নাচোল উপজেলার ৩০ জন যুবকের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে যুব নেতৃত্ব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার এবং সমাজে অসাম্প্রদায়িক মূল্যবোধ গড়ে তোলার বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
আরও পড়ুনঃ আশুলিয়ায় ‘এইচএসসি পাস’ ভুয়া চিকিৎসকের অপারেশনে প্রসূতির মৃত্যু
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক রেজাউল করিম, সিনিয়র ফিল্ড অফিসার আরিফা খাতুন এবং নাচোল উপজেলার ৩০ জন যুব প্রশিক্ষার্থী।
এই প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের মধ্যে নেতৃত্বগুণ ও দক্ষতা বৃদ্ধি করে তাদের সমাজে ইতিবাচক ভূমিকা রাখার অনুপ্রেরণা দেওয়া হয়, যা ভবিষ্যতে একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।