নিজস্ব প্রতিবেদক: প্রতিটি তফসিলি ব্যাংকের শাখায় ১, ২ এবং ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রার ন্যূনতম নির্দিষ্টসংখ্যক কয়েন সংরক্ষণ ও জনসাধারণের চাহিদা অনুযায়ী লেনদেন নিশ্চিত করতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৮ নভেম্বর) ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) এই নির্দেশনা প্রজ্ঞাপন আকারে ঘোষণা করেছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, বেশ কিছু ব্যাংক শাখা নির্দিষ্টসংখ্যক কয়েন ভল্টে সংরক্ষণ করলেও সেগুলো লেনদেনে ব্যবহার করছে না। ফলে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ প্রয়োজন অনুযায়ী কয়েন সংগ্রহ করতে পারছেন না। জনসাধারণের দৈনন্দিন লেনদেনের স্বার্থে প্রতিটি শাখায় এসব কয়েন সংরক্ষণ এবং লেনদেন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যাংকের শাখাগুলোতে কয়েনের ন্যূনতম পরিমাণ সংরক্ষণের নির্দেশনাগুলো হলো:
- স্থানীয় কার্যালয় ও ফিডিং শাখায়: ১ ও ২ টাকার কয়েন ২৪ হাজার পিস করে এবং ৫ টাকার কয়েন ১৫ হাজার পিস।
- অন্য শাখায়: ১ ও ২ টাকার কয়েন ৮ হাজার পিস করে এবং ৫ টাকার কয়েন ৫ হাজার পিস।
- উপশাখায়: ১ ও ২ টাকার কয়েন ২ হাজার পিস করে এবং ৫ টাকার কয়েন ১ হাজার পিস।
আরও পড়ুনঃ তিতুমীর কলেজের সামনের রাস্তায় পুলিশি অবস্থান, শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, লেনদেনের কারণে ধাতব মুদ্রার স্থিতি কমে গেলে তা পুনরায় পূরণ করা যাবে। প্রয়োজনে ব্যাংকগুলোর ফিডিং শাখা বা সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় কয়েন সংগ্রহ করতে হবে। এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।