spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদজাতীয়বগুড়ায় মধ্যযুগীয় কায়দায় স্ত্রী কে পিটিয়ে হ*ত্যা

বগুড়ায় মধ্যযুগীয় কায়দায় স্ত্রী কে পিটিয়ে হ*ত্যা

নাহিদ হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে স্ত্রী শরিফুন বিবি রেক্সনাকে (৪০) মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করে স্বামী আবু জাফর প্রামাণিক (৫০)। এ হত্যাকাণ্ডে মামলা করতে নাকচ পরিবার।

সোমবার (২ ডিসেম্বর) উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শরিফুন বিবি রেক্সনা কে তার স্বামী দীর্ঘদিন যাবৎ মারধর করতো। নিহতের ৬ দিন আগেও গত মঙ্গলবার (২৬ নভেম্বর) পারিবারিক কলহের কারণে স্বামী আবু জাফর প্রামাণিক তার স্ত্রী কে ব্যাপক মারধর করে। ফলে চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ডেলটা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সোমবার বিকাল ৫:৪০ এ তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের ছোট বোন মিনু আক্তার বলেন, আমার বড় বোন রেক্সনার প্রেম করে বিয়ে হলেও তাদের ঘরে কোনো সুখ ছিল না। তার স্বামী সব সময় তাকে মারধর করতো। এরআগেও অনেক মারধর করেছে এবং এ নিয়ে বেশ কয়েকবার বিচার হয়েছে। তবে এ দুর্ঘটনায় আমরা কোনো থানা পুলিশ করতে চাই না। এর বিচার আল্লাহ করবে।

আরও পড়ুনঃ বগুড়ায় অবৈধ কয়েল কারখানায় অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

নিহতের এক ছেলে ও এক মেয়ে। এ বিষয়ে মেয়ে জাহানারা আক্তার(১৬) সাংবাদিকদের সাথে কথা না বললেও ছেলে কাবির আহমেদ(২২) পিটিয়ে হত্যার বিষয়টি অশ্বিকার করেন। এবং বলেন আমাদের মা স্ট্রোক করে মারা গেছেন আমরা এ বিষয়ে কোনো থানা পুলিশ করতে চাইনা।

শাজাহানপুর থানার তদন্ত অফিসার মোঃ মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে এলাকাবাসী খবর দিলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং লাশের গায়ে মারধরের চিহ্ন পাওয়ায় আমরা নিহতের মরদেহটি পোস্ট মর্টেম করার জন্য থানায় নিয়ে যাবো। এ বিষয়ে থানায় কোনো মামলা না হলে সরকারবাদী মামলা করা হবে। এবং পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।