খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীর উত্তম) মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।
গতকাল শনিবার রাতে সখীপুর উপজেলা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে কাদের সিদ্দিকীকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু বলেন, কাদের সিদ্দিকী "মুনাফেক, বেঈমান" এবং "ভারতীয় দালাল।" তিনি দাবি করেন, ৭ জানুয়ারির নির্বাচনের আগে শেখ হাসিনার কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কাদের সিদ্দিকী।
শাজাহান সাজু আরও বলেন, "কাদের সিদ্দিকীর বিএনপিকে চাঁদাবাজি এবং লুটপাটের অভিযোগ করা হাস্যকর। তার এসব মন্তব্য জনগণ বরদাশত করবে না।"
তিনি কাদের সিদ্দিকীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "কাদের সিদ্দিকী যদি ক্ষমা না চান, তবে তাকে সখীপুরে কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। প্রয়োজনে বিএনপির কর্মীরা তাকে প্রতিহত করবে।"
আরও পড়ুনঃ বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত দুই
এর আগে, শনিবার দুপুরে কাদের সিদ্দিকী তার বাসভবনে এক সভায় বলেন, "বিএনপি এখন আওয়ামী লীগের মতো চাঁদাবাজি এবং লুটপাটে লিপ্ত।" তার এই মন্তব্যে সখীপুরে বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অনেকেই বিএনপি নেতার এমন কড়া বক্তব্যকে অপ্রয়োজনীয় এবং উসকানিমূলক বলে মনে করছেন। একজন নাম প্রকাশে অনিচ্ছুক নাগরিক বলেন, "বিএনপি নেতারা নিজেদের ভেতর শৃঙ্খলা ফিরিয়ে না আনলে, তাদের প্রতি মানুষের আস্থাও কমে যেতে পারে।"
বিষয়টি সখীপুরে রাজনৈতিক উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে।