spot_img

― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে ছয় ভারতীয় নাগরিক আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে।কুড়িগ্রাম সীমান্ত দিয়ে প্রবেশ...
প্রচ্ছদজাতীয়কানাডার ভিসা প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কানাডার ভিসা প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের, বিশেষত শিক্ষার্থীদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়ার গতি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশে নবনিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং-এর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কানাডার হাইকমিশনার ভিসা প্রক্রিয়া সংক্রান্ত উদ্বেগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন এবং তা সমাধানে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত হাইকমিশনার অজিত সিং-কে বাংলাদেশে স্বাগত ও অভিনন্দন জানান। বৈঠকে কৃষি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, আর্থিক খাত এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তা উল্লেখ করেন। রোহিঙ্গাদের নিজ দেশে টেকসই প্রত্যাবাসনে কানাডার সক্রিয় সমর্থন ও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ বীরগঞ্জে ২০জন অসচ্ছল নারীর স্বপ্ন পূরণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, দক্ষতা উন্নয়ন, কারিগরি সহায়তা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির মতো বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ-কানাডা অংশীদারত্ব আরও দৃঢ় করতে নবনিযুক্ত হাইকমিশনারকে তার মেয়াদকালে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে কানাডার হাইকমিশনের কর্মকর্তারা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।