spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদজাতীয়পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠক

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাস্কটে ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এর সাইডলাইনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি ছিল তৌহিদ-জয়শঙ্করের দ্বিতীয় বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয়পক্ষ পারস্পরিক উদ্বেগ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন।

“বাংলাদেশ ও ভারত তাদের পারস্পরিক স্বার্থ এবং চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা স্বীকার করেছে।” – পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য আলোচনার গুরুত্বের ওপর জোর দেন। ১৯৯৬ সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, তাই নতুন আলোচনার প্রয়োজনীয়তা উঠে আসে বৈঠকে।

এছাড়া, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের বিষয়েও তিনি ভারতকে বিবেচনার অনুরোধ জানান। সার্ক দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় অবস্থায় থাকায় এ অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে নতুন করে আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বিজিবি ও বিএসএফ-এর মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন। এটি জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের সীমান্ত সম্মেলন। ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে সম্মেলনে অংশ নেবে। সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

তৌহিদ-জয়শঙ্করের বৈঠকে সীমান্ত সম্মেলনের প্রসঙ্গ উঠে আসে। উভয়পক্ষ আশা প্রকাশ করেন, এই সম্মেলন সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানের পথ তৈরি করবে।

আরও পড়ুনঃ আইপিএল ২০২৫-এর সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচে কলকাতা-বেঙ্গালুরু মুখোমুখি

সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে লিখেছেন, “বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়েছে, যেখানে বিমসটেকের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।”

বাংলাদেশ ও ভারতের মধ্যে নিবিড় কূটনৈতিক আলোচনা ও সহযোগিতা অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, পানি বণ্টন, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পরবর্তী সীমান্ত সম্মেলন এবং সার্ক ও বিমসটেক সংক্রান্ত আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।