আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে নির্মিত হতে যাচ্ছে মাল্টি-স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নের জন্য ইতোমধ্যেই ১৭৩ একর জায়গা নির্ধারণ এবং ৪০০ কোটি টাকার প্রাথমিক বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর জানান, সেনাবাহিনীর আওতাধীন ১৭৩.৫৯ একর জমিতে কমপ্লেক্সটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের জুন মাসেই ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে চলছে। ইনডোর স্টেডিয়ামে খেলোয়াড়দের জন্য আধুনিক প্রশিক্ষণ ও আবাসন সুবিধা ছাড়াও বিভিন্ন খেলাধুলার আয়োজনের ব্যবস্থা থাকবে।
প্রকল্পটির অর্থায়নের জন্য বিওএ’র সহ-সভাপতি অঞ্জন চৌধুরী ও বশির আহমেদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হচ্ছে, যারা অর্থ সংগ্রহ ও বাস্তবায়ন কার্যক্রমে গতি আনবেন।
এই অলিম্পিক কমপ্লেক্সকে ঘিরে বাংলাদেশের আন্তর্জাতিক গেমস আয়োজনের সক্ষমতা অর্জনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দেশব্যাপী বিভিন্ন ফেডারেশনের দলগুলো যেন এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ ও টুর্নামেন্ট আয়োজন করতে পারে, সে লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন বিওএ মহাপরিচালক।
একই সভায় আসন্ন আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী চার মাসে বাংলাদেশ অংশ নিচ্ছে তিনটি বড় আন্তর্জাতিক গেমসে—এশিয়ান ইয়ুথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস এবং সাউথ এশিয়ান গেমস। এই তিন গেমসে বাংলাদেশ লড়বে মোট ৫০টি ডিসিপ্লিনে।
বিশেষ করে আগামী জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান গেমসে ২৬টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ, যেখানে অতীতে নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে লাল-সবুজের দল ১৯টি স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছিল। এবার নতুনভাবে বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ডিসিপ্লিন যুক্ত হয়েছে। এই গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর।
অন্যদিকে, এশিয়ান ইয়ুথ গেমস চলবে ২২ থেকে ৩১ অক্টোবর, বাহরাইনে। এতে বাংলাদেশ ১৩টি ডিসিপ্লিনে অংশ নেবে। শেফ দ্য মিশন হিসেবে নির্বাচিত হয়েছেন বিওএ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
৭ থেকে ২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণের জন্য বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী। এ গেমসে বাংলাদেশ অংশ নেবে ১১টি ডিসিপ্লিনে।
বিওএ’র কার্যনির্বাহী সভার শুরুতে গত বছরের ৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ২২ এপ্রিল পর্যন্ত মৃত্যুবরণ করা ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও ক্রীড়া পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সভার শেষ পর্যায়ে বিওএ সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী এবং সকল ফেডারেশন ও ক্রীড়াসংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই প্রকল্প এবং আন্তর্জাতিক গেমসগুলোকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।