
নিজস্ব প্রতিনিধিঃ জাতিসংঘ মানবাধিকার অফিস (ওএইচসিএইচআর) ঢাকায় স্থাপনের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই অফিস স্থাপনের পরিকল্পনা থাকলেও পরবর্তী সরকার চাইলে মেয়াদ বাড়াতে পারবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় খসড়া চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখনো আলোচনা খসড়া পর্যায়ে আছে। খসড়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না। যখন চূড়ান্তভাবে দুই পক্ষ একমত হবে এবং একটি শব্দও পরিবর্তনের প্রয়োজন হবে না— তখন আমরা আনুষ্ঠানিকভাবে সই করবো। এরপর বিস্তারিত জানানো সম্ভব হবে।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে নির্বাচন বিষয়ক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, “দ্রুত ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে উভয়পক্ষ আগ্রহী। চলমান সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে বলেও জানিয়েছে।”
আরও পড়ুনঃ শিবগঞ্জের ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় সাবেক এসপি আসাদুজ্জামান ২ দিনের রিমান্ডে
অভিন্ন নদীর পানিবণ্টন প্রসঙ্গে ভারতের সঙ্গে টালবাহানার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “এই বিষয়টি আমরা দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করছি। আলোচনার মাধ্যমে একটি টেকসই চুক্তিতে পৌঁছানোই আমাদের লক্ষ্য।”
এ ছাড়া মালয়েশিয়ায় গ্রেফতার ৩৬ বাংলাদেশির বিষয়ে তিনি জানান, “এ বিষয়ে আমরা তথ্য জানতে চেয়েছি, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।”
উল্লেখ্য, ওএইচসিএইচআর বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রচারে কাজ করে থাকে। ঢাকায় তাদের অফিস স্থাপনের প্রস্তাবটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সরকারের মানবাধিকার বিষয়ে অবস্থানকে আরও সুসংহত করতে সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।