spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়শিশু হাসপাতালে নিয়োগ নিয়ে ‘রাতের ভোট’ মন্তব্য: অনিয়মের অভিযোগ

শিশু হাসপাতালে নিয়োগ নিয়ে ‘রাতের ভোট’ মন্তব্য: অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা শিশু হাসপাতালে ৬৫ জন চিকিৎসকের নিয়োগকে ‘রাতের ভোট’ হিসেবে আখ্যায়িত করেছেন বঞ্চিত ও সাধারণ চিকিৎসকরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই মন্তব্য করেন।

চিকিৎসকদের অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে কোনো সার্কুলার, পরীক্ষা, মেধাক্রম ভিত্তিক ফলাফল কিংবা প্রজ্ঞাপন ছাড়াই এই ৬৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ নিয়োগ প্রক্রিয়া চলার কথা ছিল স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক। তাঁদের প্রশ্ন, “যেখানে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয়নি, সেখানে এত জন চিকিৎসক নিয়োগ পেলেন কীভাবে?”

জানা গেছে, চলতি বছরের ১২ ও ১৩ এপ্রিল পরিচালনা বোর্ডের ২২ ও ২৩তম সভার পর ৩০ জুনের মধ্যে এই নিয়োগ সম্পন্ন করা হয়। এ নিয়োগকে অন্ধকারে ও লোকচক্ষুর আড়ালে সম্পন্ন করা হয়েছে বলেও দাবি করেন বক্তারা।

বক্তব্যে চিকিৎসকরা বলেন, “কোনো বিশেষ প্রেক্ষাপটে বেসরকারি হাসপাতালে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ হতে পারে, তবে বাংলাদেশ শিশু হাসপাতালের মতো জাতীয়, স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানে এমনভাবে নিয়োগ দেওয়া অগ্রহণযোগ্য।” তাঁদের দাবি, আবেদনকারীদের সবাইকেই নিয়োগ দেওয়া হয়েছে—এটি অনিয়ম এবং স্বচ্ছতার সম্পূর্ণ ব্যত্যয়।

নিয়োগপ্রাপ্তরা নিজেদের বৈধ বলে দাবি করলেও বঞ্চিত চিকিৎসকদের বক্তব্য, “যদি যোগ্য হতেন, তবে প্রতিযোগিতায় অংশ নিয়ে, পরীক্ষা দিয়ে প্রমাণ করতেন। টেবিলের নিচে লেনদেন করে নয়।” তাঁরা আরও বলেন, এমন জাতীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষ, মেধাভিত্তিক নিয়োগই হতে হবে।

আরও পড়ুনঃ ইসলামী ব্যাংকের ১০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ: এস আলম গ্রুপের সম্পদ, শেয়ার ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামান বলেন, “এই অনিয়মের জন্য আমরা পরিচালক প্রশাসন এবং নিয়োগ বোর্ডের স্বাক্ষরদাতাদের দায়ী করছি। আমরা চাই, নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে নতুন নিয়োগ দেওয়া হোক। যেন মেধার ভিত্তিতে জাতিকে এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়া যায়।”

এ সময় উপস্থিত চিকিৎসকরা স্লোগান দেন—“কোটা না মেধা, চাই মেধার নিয়োগ”, “নব্য ফ্যাসিস্টদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও।” তাঁরা বলেন, “বাংলাদেশ শিশু হাসপাতালের মতো জাতীয় প্রতিষ্ঠানেও যদি এমন নিয়োগ হয়, তাহলে মেধাবী চিকিৎসকদের ভবিষ্যৎ কোথায়?”

প্রসঙ্গত, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ‘রাতের ভোট’ বলে আখ্যায়িত করে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলো। সেই প্রসঙ্গ টেনে চিকিৎসকরা বলেন, “চিকিৎসা পেশায়ও এখন ‘রাতের নিয়োগ’ চলছে।”

তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, দেশের স্বাস্থ্য খাত ও চিকিৎসক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় যেন এই নিয়োগ বাতিল করে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নতুন করে পদ পূরণ করা হয়।