মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনির বলির মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। তবে সৌভাগ্যক্রমে ট্রলারে থাকা দুই জেলে প্রাণে বেঁচে ফিরেছেন।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে ট্রলারটি জাহাজমারা সুইচগেট থেকে সমুদ্রে মাছ ধরতে রওনা দেয়। দুপুর ১টার দিকে গ্যাপের চড় এলাকায় পৌঁছানোর পরই আকস্মিকভাবে তীব্র ঝড় শুরু হয়। উত্তাল সাগরে ভয়ানক ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারে থাকা দুই জেলে প্রাণপণভাবে লড়াই করে ট্রলারের কেবিন ধরে ভেসে থাকার চেষ্টা করেন। প্রবল ঢেউয়ের ধাক্কায় তারা ভেসে গিয়ে শেষ পর্যন্ত জাহাজমারা নামক স্থান সমুদ্র সৈকতের কাছে পৌঁছান এবং প্রাণে রক্ষা পান।
আরও পড়ুনঃ কুয়াকাটায় ভয়াবহ জীর্ণ এলজিইডি ভবন অপসারণের আশ্বাস, স্বস্তিতে স্থানীয়রা
পরে স্থানীয় জেলে ও এলাকাবাসীরা তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন। ডুবে যাওয়া ট্রলারটি পরে সুইচগেট এলাকায় ফিরে আনা হয়।
ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ট্রলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ট্রলারের মালিক মনির ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে সাগরে নামার আগে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।