মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর কাঁদিরগঞ্জ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে ভয়ংকর গোপন আস্তানার সন্ধান মিলেছে। ‘ডক্টরস ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার( ১৬ আগস্ট) সকালে ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল প্রতিষ্ঠানটি ঘিরে ফেলে তল্লাশি চালালে এসব পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। অনিন্দ্যের বিরুদ্ধে অতীতেও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায়ও তার নাম উঠে এসেছিল এবং এক সময় তিনি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছিলেন।
আজকের অভিযানে সেনাবাহিনী যে সব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে তার মধ্যে রয়েছে— দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার (সঠিক কার্টিজসহ), তিন বক্স এয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি ট্রাজারগান, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি বাইনোকুলার, দশটি সিমকার্ড, বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম, ছয়টি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদ।
আরও পড়ুনঃ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ না করায় হতাশা — দেবপ্রিয় ভট্টাচার্য
অভিযানে ফয়সাল নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে অভিযানের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “সেনাবাহিনীর অভিযানের বিষয়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। তবে তারা আমাদের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো যাবে।”
ঘটনাটি রাজশাহীর নগরবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে বিপুল অস্ত্র ও বিস্ফোরক মজুত রাখার ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে।